Lok Sabha Election 2024: ‘খুল্লামখুল্লা বন্দুক নিয়ে ঘুরছে…’, একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি রাজু বিস্তার

Lok Sabha Election 2024 Phase 2: দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বুথ ঘুরে দেখছেন রাজু বিস্তা। সেই পরিদর্শন পর্বের মাঝেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, 'চোপড়ায় খুল্লামখুল্লা বন্দুক নিয়ে রাস্তায় ঘুরছে তৃণমূলের গুন্ডারা। ভোটারদের ভয় দেখানো হচ্ছে।'

Lok Sabha Election 2024: 'খুল্লামখুল্লা বন্দুক নিয়ে ঘুরছে...', একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি রাজু বিস্তার
দার্জিলিঙের বিজেপি প্রার্থী রাজু বিস্তাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 1:54 PM

চোপড়া: চোপড়ায় একাধিক বুথে এবার পুনর্নির্বাচনের দাবি বিজেপি প্রার্থী রাজু বিস্তার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বুথ ঘুরে দেখছেন রাজু বিস্তা। সেই পরিদর্শন পর্বের মাঝেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভয়ঙ্কর অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী। তাঁর বক্তব্য, ‘চোপড়ায় খুল্লামখুল্লা বন্দুক নিয়ে রাস্তায় ঘুরছে তৃণমূলের গুন্ডারা। ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আমি ইতিমধ্য়েই এগুলি নিয়ে অভিযোগ জানিয়েছি এবং প্রচুর বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার।’ যদিও রাজু বিস্তার এই অভিযোগের প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চোপড়ার কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটপর্ব নিয়ে মোটের উপর সন্তুষ্ট বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এখনও পর্যন্ত যে পরিমাণ ভোট পড়েছে, যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশ নিচ্ছেন, তাতে আশাবাদী রাজু বিস্তা। তাঁর আশা এবারের ভোটে দার্জিলিংয়ে ৮০ শতাংশের বেশি ভোট পড়বে। দার্জিলিং লোকসভার অন্তর্গত পাহাড় ও সমতলের ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, গরম থাকলেও সকলে যেন ভোটদানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে দার্জিলিং থেকে ফের একবার নির্বাচনে লড়ছেন বিদায়ী সাংসদ রাজু বিস্তা। তাঁর উল্টো দিকে ভোটে লড়ছেন তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনীশ তামাং। অন্যদিকে আবার বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও এবার রাজু বিস্তার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে লোকসভা ভোটে নেমেছেন নির্দল প্রার্থী হয়ে। এদিন দুপুর ১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।