Maha Kumbh Stampede: স্নান সেরে উঠতেই বিপত্তি! মহাকুম্ভে গিয়ে পদপিষ্টের মধ্যে পড়লেন বাংলার দীনেশ

Prasenjit Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 29, 2025 | 3:01 PM

Maha Kumbh Stampede: জানা যাচ্ছে, দীনেশ পণ্ডিত শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা। তাঁর পাঁচ বন্ধু মিলে গিয়েছিলেন মহাকুম্ভে। মঙ্গলবার রাতে স্নান সেরে তারা যখন ফিরছিলেন সেই সময় হুড়োহুড়ি শুরু হয়। গুরুতর আহত হন দীনেশ সহ পাঁচজন।

Maha Kumbh Stampede: স্নান সেরে উঠতেই বিপত্তি! মহাকুম্ভে গিয়ে পদপিষ্টের মধ্যে পড়লেন বাংলার দীনেশ
চিন্তায় দীনেশের পরিবারের লোকজন

Follow Us

শিলিগুড়ি: মহাকুম্ভে মহা-বিপত্তি। মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা। আহত কমপক্ষে ৩০ থেকে ৫০ জন। কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে এর মধ্যে ছিলেন বাংলার দীনেশ পণ্ডিতও। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হুড়োহুড়ির সময়ে আহত হয়েছেন তিনি। অবস্থা স্থিতিশীল।

জানা যাচ্ছে, দীনেশ পণ্ডিত শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা। তাঁর পাঁচ বন্ধু মিলে গিয়েছিলেন মহাকুম্ভে। মঙ্গলবার রাতে স্নান সেরে তারা যখন ফিরছিলেন সেই সময় হুড়োহুড়ি শুরু হয়। গুরুতর আহত হন দীনেশ সহ পাঁচজন। আহতের মা বলেন, “আমার ছেলে বলল শ্বাসকষ্ট হয়ে গিয়েছিল হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে। তারপর বলল লোকজন ধরে জল দিয়েছে। ও ঠিক আছে। বাকিদের সঙ্গে যোগাযোগ করেছি।”

উল্লেখ্য,উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দিন জানান, রাত ১টা থেকে ২টোর মধ্যে পুণ্যস্নানের জন্য ভিড় বাড়তে থাকে। ত্রিবেণী সঙ্গম থেকে ১ কিলোমিটার দূরে আখড়ার ব্যারিকেড ভেঙে যায়। হুড়মুড়িয়ে পুণ্যার্থীরা একে অপরের উপরে পড়ে যায়। এতেই পদপিষ্টের ঘটনা ঘটে।