Meenakshi Mukherjee: ‘এক একজন পুলিশকে আমরা দশজন মিলে দেখে নিতে পারি’, উত্তরকন্যা অভিযানে ব্যারিকেড পড়তেই গর্জে উঠলেন মীনাক্ষীরা

Prasenjit Chowdhury | Edited By: জয়দীপ দাস

Mar 28, 2025 | 4:12 PM

Meenakshi Mukherjee: অনুমতি নিয়ে টানাপোড়েনের মধ্যে মীনাক্ষীরা জানাচ্ছেন, তাঁদের লিখিত কোনও কাগজ দেওয়া হয়নি। লিখিতভাবে পুলিশের তরফে জানানো হয় তাঁদের মিছিল করে উত্তরকন্যা যাওয়ার অনুমতি নেই। সে কারণেই তাঁরা মিছিল করে এগিয়ে এসেছেন।

Meenakshi Mukherjee: ‘এক একজন পুলিশকে আমরা দশজন মিলে দেখে নিতে পারি’, উত্তরকন্যা অভিযানে ব্যারিকেড পড়তেই গর্জে উঠলেন মীনাক্ষীরা
মীনাক্ষী মুখোপাধ্যায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

শিলিগুড়ি: বেকারত্ব বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানে DYFI. নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে কলতান দাশগুপ্তের মতো বাম নেতৃত্বরা। এদিকে সকাল থেকেই জল কামান, লোহার ব্যারিকেড নিয়ে প্রস্তুত পুলিশ। পুলিশের বাধা পেতেই তিন বাতির মোড়ের কাছে রাস্তায় বসে পড়েন DYFI নেতৃত্ব। অন্যদিকে উত্তরকন্যা যাওয়ার অনুমতি নেই, মাইকে লাগাতার ঘোষণা করে জানিয়ে দেয় পুলিশ। তপ্ত হয়ে ওঠে পুলিশ। তবে ডেপুটেশন না দিয়ে বাড়ি ফিরতে নারাজ বাম যুব সমর্থকেরা। 

অনুমতি নিয়ে টানাপোড়েনের মধ্যে মীনাক্ষীরা জানাচ্ছেন, তাঁদের লিখিত কোনও কাগজ দেওয়া হয়নি। লিখিতভাবে পুলিশের তরফে জানানো হয় তাঁদের মিছিল করে উত্তরকন্যা যাওয়ার অনুমতি নেই। সে কারণেই তাঁরা মিছিল করে এগিয়ে এসেছেন। কিন্তু, পুলিশি বাধা পেতেই তিন বাতি মোড়ে বসে পড়েন বাম কর্মীরা। যে জায়গায় তাঁরা বসে পড়েছেন সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই বিশাল ব্য়ারিকেড দিয়ে দিয়েছে পুলিশ। সব মিলিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা এলাকায়।য 

মিছিল থেকেই ক্ষোভের সুরে মীনাক্ষী বলছেন, “কিসের জন্য জল কামান আনবে? কে দেয় অর্ডার? এক একজন পুলিশকে আমরা দশজন মিলে দেখে নিতে পারি। কিন্তু, গণতন্ত্রকে রক্ষা করতে এসেছি। তাই যে পুলিশ ব্যারিকেড দিয়েছে তাঁরাই ওটা সরিয়ে আমাদের যেতে দেওয়ার ব্যবস্থা করবে।” কলতান দাশগুপ্ত বলছেন, ডেপুটেশন দিতে যাওয়ার কথা আমাদের। কিন্তু, পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি না। আমরা চাইলেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে পারি। কিন্তু, আমাদের দাবি বেকারদের কাজ। তার জন্য উত্তরকন্যায় মন্ত্রী, অফিসারদের সঙ্গে দেখা করে দাবি আদায় করে আনতে চাই।  

Next Article