Siliguri: গা ঢাকা দিয়েছিলেন, ধর্ষণের অভিযোগের গ্রেফতার খোদ পুলিশকর্মী

Prasenjit Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2024 | 2:18 PM

Siliguri: পরবর্তীতে এএসআই আদালতে জামিনের আবেদন করেন। যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অভিযুক্ত।

Siliguri: গা ঢাকা দিয়েছিলেন, ধর্ষণের অভিযোগের গ্রেফতার খোদ পুলিশকর্মী
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

শিলিগুড়ি: ধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক পুলিশকর্মীর বিরুদ্ধেই। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত এএসআই-কে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ।

ধৃত এএসআই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর, বাগডোগরা ট্রাফিক গার্ডে অভিযুক্ত ওই পুলিশকর্মী কর্মরত ছিলেন। গত জুলাই মাসে এক মহিলা মাটিগাড়া থানায় ওই পুলিশকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগ করেন, তাঁকে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে ওই পুলিশকর্মীকে ধরতে পারেনি পুলিশ।

পরবর্তীতে এএসআই আদালতে জামিনের আবেদন করেন। যদিও সেই জামিনের আবেদন খারিজ হয়ে যায়। অভিযোগ, পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অভিযুক্ত। শুক্রবার শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ মাল্লাগুড়ি এলাকা থেকে ওই পুলিশকর্মীকে গ্রেফতার করে। আজ, শনিবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।

আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। এমনকী তিলোত্তমা খুন ও ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয়েছে বিনীত গোয়েলকে।

Next Article