শিলিগুড়ি: ফের রামকৃষ্ণ মিশনের দেড়শো কোটির জমি বেদখল? মিউওটেশন করাতে চেয়েও মিলছে না জমির কাগজ, অন্যের নামে বদলে গেল ডকুমেন্টস। মমতা-গৌতমকে চিঠি মিশনের। বাড়ছে চাপানউতোর। শিলিগুড়িতে সেবক রোডে মিশনের সেবক হাউসের একশো কোটির জমি বেদখল নিয়ে বিস্তর জলঘোলা হয় শিলিগুড়িতে। সূত্রের খবর, এবার ফের মিশনের অন্য একটি জমি বেদখল হয়েছে শিলিগুড়িতে। সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদের দাবি, মাটিগাড়ায় উপনগরীর কাছে কিছুটা দানে পাওয়া জমি এবং কিছুটা কেনা জমি রয়েছে তাঁদের। দু’বছর আগে মিউটেশনের জন্য আবেদন করলেও তা মেলেনি। যদিও সম্প্রতি তাঁরা জানতে পারেন, এরই মাঝে ওই জমির জাল নথির মাধ্যমে খতিয়ান বদলে অন্য কারও নামে জমির মালিকানা চলে গিয়েছে।
অভিযোগ, এলাকায় গোটা জমিই জবরদখল হয়ে গিয়েছে। জমির অধিকার ফিরে পেতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিয়েছে মিশন কর্তৃপক্ষ। এদিন এ নিয়ে মেয়র গৌতম দেবের সঙ্গে দেখা করেন মিশনের সন্ন্যাসীরা। তাঁরা জানান, আসল জমির দলিল মিশনের কাছে। মিউটেশন হচ্ছে না। কিন্তু, জাল কাগজ দেখিয়ে অন্য কেউ সহজেই নাম বদল করে নিচ্ছে কিভাবে? কিভাবেই বা জমি বেদখল হয়ে গেল? এই তৈরি হয়েছে ধোঁয়াশা।
মাটিগায়ায় এশিয়ান হাইওয়ের পাশে ওই জমির বাজার দর প্রায় দেড়শো কোটি টাকা। এ নিয়ে মেয়র গৌতম দেব বলেন, অভিযোগ পেয়েছি। কাগজপত্র খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে প্রশাসন।