শিলিগুড়ি: পুজোয় মেতেছে বাংলা। আরজি করের প্রতিবাদ বুকে নিয়েই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্র তলথে প্যান্ডেল হপিং। শিলিগুড়ির ভারত নগর তরুণতীর্থ ক্লাবের পুজো এবার ৭৭তম বর্ষে পা দিল। এবার তাঁদের থিম কলসি ভরা সোনার ফসল। বিগ বাজেটের পুজোয় উপচে পড়ছে ভিড়। বাশ,বেঁত সহ নানা উপকরণ এবং ডোকরার কাজে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা।
অন্যদিকে সংঘশ্রী ক্লাবের পুজো এবার ৫৮ তম বর্ষে পা দিল। তিলোত্তমা কাণ্ডের আবহে মহিলা চিকিৎসকদের দিয়ে হয়েছে পুজোর উদ্বোধন। এবারের থিম ‘থাকব নাকো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে’। পরিবেশ বান্ধব পুজো মণ্ডপে নারীর স্বাধীনতার দাবিগুলিকে জোরালভাবে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। কর্মক্ষেত্রে থেকে প্রতিটি ক্ষেত্রে এক মহিলাদের যেন নিরাপত্তার অভাববোধ গ্রাস না করে, তাঁদের নিরাপত্তাই যেন হয় শেষ কথা সেই বার্তাই তুলে ধরা হয়েছে এখানে।
অন্যদিকে রবীন্দ্র সংঘের পুজো ৭২ তম বর্ষে পা দিল। এবার এদের নিবেদন প্যাধারো মেরে দেশ। এক টুকরো রাজস্থান ফুঁটে উঠেছে মণ্ডপে। মণ্ডপের বাইরেটা দেখলে মনে হতে পারে রাজস্থানের কোনও প্যালেসে এসে পড়েছেন আপনি। রাজস্থানী ঘরানার কাঠপুতুল দিয়ে সাজানো গোটা মন্ডপসজ্জা। বিগত কয়েকদিন ধরেই এখানেও উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।