শিলিগুড়ি: বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর তাতে পাথর ছোড়ার অভিযোগ উঠেছিল। এবার শতাব্দী এক্সপ্রেসে ছাড়া হল পাথর। যার জেরে ভেঙে গেল ট্রেনের কাচ। ঘটনার পরই হইচই। তবে হতাহতের খবর নেই। কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সঠিক সময় মতোই হাওড়া থেকে ছাড়ে ট্রেনটি। অভিযোগ, নিউ জলপাইগুড়ি আসার সময় খানা জংশন ও ঝাপটার ঢাল স্টেশনের মাঝে আসতেই ছোড়া হয় পাথর। ভেঙে চুড়ে যায় জানালার কাচ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একজন জানিয়েছেন, খানা জংশনের কাছে আসতেই তিনজন ট্রেনের জানলা লক্ষ্য করে পাথর ছুড়ল। সঙ্গে সঙ্গে ট্রেনের কাচের জানালা চুরচুর হয়ে ভেঙে পড়ে পড়ে। এটুকু বোঝা গিয়েছে, বাইরে থেকে পাথর ছোড়া হয়েছিল। ট্রেনের এক যাত্রীকে লক্ষ্য করেই ওরা এই ঢিল ছুড়েছিল।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেসের গায়ে পাথর ছোড়ার ঘটনা ঘটে। এবার আরও একটি সুপার ফাস্ট এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর। ঘটনার পর শতাব্দী এক্সপ্রেসের যাত্রীরা রেল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।