শিলিগুড়ি: ‘রঘুপতি রাঘব রাজা রাম…’ হারমোনিয়ামের সঙ্গে গলা মেলালেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব। রামের পুজো করলেন তিনিও। তবে কেবল শ্রীরাম নয়, রামসীতার পুজো করলেন তিনি। অযোধ্যায় রামলীলার প্রাণপ্রতিষ্ঠা। দেশব্যাপী উন্মাদনা। বিজেপি নেতা তো বটেই, তৃণমূলের নেতারাও রাম পুজো মেতেছেন। দৃষ্টিভঙ্গী যদিও আলাদা। সেটাই স্পষ্ট করলেন গৌতম দেব।
রাম সবার, রামের পুজো মানে রাম সীতার পুজো। আর রামভজন মানে ‘জয় শ্রী রাম’ নয়, সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর ‘রঘুপতি রাঘব রাজা রাম… পতিত পাবন সীতা রাম’ স্মরণ করলেন তিনি। তৃণমূল নেতার রামপুজো আক্ষরিক অর্থের গুরুত্বপূর্ণ। তবে তা রাজনৈতিক দিক থেকে নয়। কারণ তাঁর বক্তব্য, এর পিছনে কোনও রাজনীতি নেই। এর পিছনে রয়েছে নিতান্তই আধ্যত্মিক চেতনা।
গৌতম দেব বলেন, “জাতির পিতা মহাত্মা গান্ধীর খুবই প্রিয় ভজন। তিনি এটি সারা দেশের সমস্ত জায়গায় গেয়েছেন। সর্ব ধর্ম সমন্বয়ের লক্ষ্যেই তাঁর এই ভজন। ইশ্বর-আল্লাহ তেরে নাম। আমাদের দেশে সীতারামই পূজিত হন। কিন্তু এখন শুধু শুনি জয় শ্রী রাম। কিন্তু সীতা কেন উচ্চারিত হয় না? সীতা মায়ের পুজো সমভাবে হোক, এটাই কাম্য। ” তিনি আরও বলেন, “আমি কোনও ভোটের রাজনৈতিক কথা বলব না। রামায়ন আমাদের সবার।” কথা বলতে বলতেই আবারও বেজে উঠল হারমোনিয়াম। সঙ্গে করমর্দন। তৃণমূল নেতা গাইলেন, “রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীমা রাম।”
শিলিগুড়ি: ‘রঘুপতি রাঘব রাজা রাম…’ হারমোনিয়ামের সঙ্গে গলা মেলালেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব। রামের পুজো করলেন তিনিও। তবে কেবল শ্রীরাম নয়, রামসীতার পুজো করলেন তিনি। অযোধ্যায় রামলীলার প্রাণপ্রতিষ্ঠা। দেশব্যাপী উন্মাদনা। বিজেপি নেতা তো বটেই, তৃণমূলের নেতারাও রাম পুজো মেতেছেন। দৃষ্টিভঙ্গী যদিও আলাদা। সেটাই স্পষ্ট করলেন গৌতম দেব।
রাম সবার, রামের পুজো মানে রাম সীতার পুজো। আর রামভজন মানে ‘জয় শ্রী রাম’ নয়, সেক্ষেত্রে মহাত্মা গান্ধীর ‘রঘুপতি রাঘব রাজা রাম… পতিত পাবন সীতা রাম’ স্মরণ করলেন তিনি। তৃণমূল নেতার রামপুজো আক্ষরিক অর্থের গুরুত্বপূর্ণ। তবে তা রাজনৈতিক দিক থেকে নয়। কারণ তাঁর বক্তব্য, এর পিছনে কোনও রাজনীতি নেই। এর পিছনে রয়েছে নিতান্তই আধ্যত্মিক চেতনা।
গৌতম দেব বলেন, “জাতির পিতা মহাত্মা গান্ধীর খুবই প্রিয় ভজন। তিনি এটি সারা দেশের সমস্ত জায়গায় গেয়েছেন। সর্ব ধর্ম সমন্বয়ের লক্ষ্যেই তাঁর এই ভজন। ইশ্বর-আল্লাহ তেরে নাম। আমাদের দেশে সীতারামই পূজিত হন। কিন্তু এখন শুধু শুনি জয় শ্রী রাম। কিন্তু সীতা কেন উচ্চারিত হয় না? সীতা মায়ের পুজো সমভাবে হোক, এটাই কাম্য। ” তিনি আরও বলেন, “আমি কোনও ভোটের রাজনৈতিক কথা বলব না। রামায়ন আমাদের সবার।” কথা বলতে বলতেই আবারও বেজে উঠল হারমোনিয়াম। সঙ্গে করমর্দন। তৃণমূল নেতা গাইলেন, “রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীমা রাম।”