Siliguri Municipal Corporation Election 2022: নির্ঘণ্টের পরেও পৌরনিগমে প্রার্থীরা! শিলিগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ
Siliguri Municipality: তাঁরা দিব্যি পুরসভায় যাচ্ছেন! পুরসভার গাড়ি ব্যবহার করছেন। শিলিগুড়ি পুরসভা জুড়ে এখনও রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। দলনেত্রীর ছবি কেন পুরসভায় রয়েছে? এই প্রশ্নের উত্তরে তাঁরা অকাঠ্য যুক্তি, মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে।
শিলিগুড়ি: লাগু আদর্শ আচরণবিধি। তবুও প্রশাসক বোর্ডে থাকা তৃণমূল নেতারা পৌরসভায় যাচ্ছেন, কাজকর্ম করছেন, ব্যবহার করছেন পৌরসভার গাড়ি। তা নিয়েই বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। শিলিগুড়িতে (Siliguri Municipal Corporation Election 2022) জোর চর্চা।
বছর দুয়েক আগে শিলিগুড়ি পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই চলছে প্রশাসক বোর্ড। আগামী ২২ জানুয়ারি নির্বাচনের পর নতুন বোর্ড গঠিত হবে। এখানে যাঁরা নির্বাচিত প্রশাসক বোর্ড, তাঁদের মধ্যে থেকে গৌতম দেব, প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, তাঁরা এবার প্রার্থীও হয়েছেন। ইতিমধ্যেই বোর্ড থেকে পদত্যাগ করেছেন তাঁরা। কিন্তু জটিলতা অন্য জায়গায়। দেখা যাচ্ছে, আরও কয়েকজন সদস্য রয়েছেন, যাঁরা স্থানীয় তৃণমূল নেতা কিন্তু প্রশাসক বোর্ডের সদস্য, তাঁরা পৌরসভায় যাচ্ছেন, কাজকর্মও করছেন।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁদের দাবি, এই মুহূর্তে চেয়ারম্যান ও অনান্য কয়েকজন প্রার্থী হলেও তাঁরা প্রার্থী হননি। তাঁরা তাই এখনও বোর্ডেই রয়েছেন। তাঁরা দিব্যি পুরসভায় যাচ্ছেন! পুরসভার গাড়ি ব্যবহার করছেন। শিলিগুড়ি পুরসভা জুড়ে এখনও রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। দলনেত্রীর ছবি কেন পুরসভায় রয়েছে? এই প্রশ্নের উত্তরে তাঁরা অকাঠ্য যুক্তি, মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে।
এই গোটা বিষয়টি নিয়েই বিজেপি প্রশ্ন তুলছে। বিজেপির দাবি, নির্বাচনের সময় কোনও পক্ষপাতিত্ব করা যায় না। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে। যেমন জেলা তৃণমূলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী প্রশাসক বোর্ডের সদস্য এখনও। দলের প্রতীক লাগানো গাড়ি, নেমপ্লেট লাগানো গাড়ি নিয়ে পুরনিগমে যাচ্ছেন, সেখানে বসে বৈঠক করছেন। এমনকি ফাইলেও সই করছেন। বিজেপির প্রশ্ন এটা হচ্ছেটা কী?
বিজেপির দাবি, এই সময়কালে একজন সরকারি আমলাকে দায়িত্বভার দেওয়া উচিত ছিল, যেটা করা হয়নি। এই নিয়ে বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হচ্ছে। এক্ষেত্রে উল্লেখ্য, বুধবারও দেখা গিয়েছে একাধিক প্রশাসক বোর্ড সদস্য, যাঁরা নির্বাচনী প্রার্থী হননি কিন্তু স্থানীয় তৃণমূল নেতা, তাঁর পৌরনিগমে গিয়েছেন। কোভিড সংক্রান্ত মিটিং করেছেন। এমনকি বেশ কিছু ফাইলেও সই করেছেন। যা নিয়ে শিলিগুড়িতে বিতর্ক তৈরি হয়েছে।
এই নিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, “প্রশাসনিক মস্করা হচ্ছে। আমি এটাই বলব। নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তিনি নির্বাচনের প্রার্থী হয়েছেন। এদিকে, অনান্য সদস্যরা নাকি শুনলাম মিটিং করছেন। এখন ব্যাক ডোরে ফাইল টাইল সরানো হচ্ছে কিনা জানি না। আমরা জানি যে, নির্বাচন বিধি লাগু হয়ে গেলে রাজনৈতিক দলের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা আর যান না। অনান্য সরকারি আধিকারিকরাই বিষয়টা দেখে নেন। এটাই দস্তুর। এটা ভেঙে যা হচ্ছে, শিলিগুড়িতে যা হচ্ছে, সেটায় ভাবি যে একজন সাধারণ নাগরিক এটাকে কীভাবে নিচ্ছেন?”
প্রশাসক বোর্ড সদস্য ও জেলা তৃণমূল চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, “আমরা এখনও তো এরকম কোনও অর্ডার তো পাইনি। এখনও বোর্ড মেম্বাররা রয়েছেন। আগের বোর্ডের প্রশ্ন নেই তো এখানে। আমরা নমিনেটেড বোর্ড মেম্বার। এটা মনে রাখতে হবে। যখনই সরকারি নির্দেশ আসবে, আমরা সেটাই অনুসরণ করব।”
আরও পড়ুন: পুরভোটে জমায়েতে রাশ টানল কমিশন! জারি নতুন নির্দেশিকা