শিলিগুড়ি: কোথাও দোস্তি, কোথাও কুস্তি। রবিবাসরীয় প্রচারে চার ওয়ার্ডে কংগ্রেসের পাশে বামেরা। গতবার কংগ্রেসের জেতা চারটি আসন ছেড়ে দিয়ে ৪৭টি আসনের বাকি সমস্ত আসনে এবার প্রার্থী দিয়েছে বামেরা। অন্যদিকে নিজেদের জেতা চারটি আসন-সহ মোট ৩১ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ফলে একাধিক ওয়ার্ডে বাম এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হচ্ছে। যদিও কংগ্রেসের জেতা চারটি ওয়ার্ড বাম কংগ্রেস জোট গড়ে লড়াই করছে। রবিবাসরীয় ভোট প্রচারে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন সিপিএমের অশোক ভট্টাচার্য-সহ বাম নেতারা।
শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে একলা চলো নীতিকে দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রবিবাসরীয় প্রচারে মিছিল করল সিপিএম ও কংগ্রেস। মিছিল থেকে স্লোগান ওঠে বন্দেমাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সেই মিছিলে লাল পতাকা নিয়ে হাঁটলেন অশোক ভট্টাচার্যরাও। অশোক ভট্টাচার্যের দাবি, “নির্বাচনের আগে জোট করা যায়নি। দু’দলই প্রার্থী দিয়ে ফেলেছিল। কিন্তু চারটি ওয়ার্ডে আমরা এক সঙ্গেই লড়াই করছি। কংগ্রেসকে আমরা আসনগুলো ছেড়ে দিয়েছি। তাই এই চার ওয়ার্ডে আমরা কংগ্রেসের পাশে আছি। বোর্ড গঠন করার সময় কংগ্রেসের জেতা কাউন্সিলররা আমাদের সঙ্গে থাকবেন।” তিনি আরও বলেন, “যেখানে বামেদের প্রার্থী রয়েছে, সেখানে কর্মীরা বাম প্রার্থীকেই ভোট দেবেন। এটাই আমরা আবেদন করছি।”
অন্যদিকে কংগ্রেসের প্রার্থী সুজয় ঘটক বলেন, “গতবার আমরা আলাদা ভাবেই লড়াই করেছিলাম। জিতে এসে বামেদের পাশে ছিলাম। এবারেও বহু ওয়ার্ডে আলাদা লড়াই হচ্ছে। কিন্তু এর চার ওয়ার্ডে এক সঙ্গে লড়ছি। বোর্ড গঠনে বামেদের পাশে থাকব।”
শিলিগুড়িতে বরাবরই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে পৌরভোটের লড়াইয়ে নেমেছে বামফ্রন্ট ৷ বাম-কংগ্রেসের এই সমঝোতাকেই ‘শিলিগুড়ি মডেল’ বলে উল্লেখ করা হয় ৷ যদিও একটি বিষয় উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়তে গিয়ে ধরাশায়ী হতে হয়েছে বাম-কংগ্রেসকে ৷
তাই প্রথমে শোনা যাচ্ছিল, পৌরসভা নির্বাচনে বামেদের সঙ্গে চলতে নারাজ ছিল দার্জিলিঙ জেলা নেতৃত্ব। বামফ্রন্ট ও কংগ্রেস নিজেদের শক্তিতেই লড়াই করবে বলে জানা যাচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে, চারটি ওয়ার্ডে যেখানে কংগ্রেস জিতেছিল, সেখানে বাম-কংগ্রেস জোট করেই লড়াই হচ্ছে। বাকিগুলিতে কংগ্রেসের মুখোমুখি বামেরা। এদিকে, বিধানসভা নির্বাচনে ভালো ফল করায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপিও। জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
শিলিগুড়ি: কোথাও দোস্তি, কোথাও কুস্তি। রবিবাসরীয় প্রচারে চার ওয়ার্ডে কংগ্রেসের পাশে বামেরা। গতবার কংগ্রেসের জেতা চারটি আসন ছেড়ে দিয়ে ৪৭টি আসনের বাকি সমস্ত আসনে এবার প্রার্থী দিয়েছে বামেরা। অন্যদিকে নিজেদের জেতা চারটি আসন-সহ মোট ৩১ টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। ফলে একাধিক ওয়ার্ডে বাম এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হচ্ছে। যদিও কংগ্রেসের জেতা চারটি ওয়ার্ড বাম কংগ্রেস জোট গড়ে লড়াই করছে। রবিবাসরীয় ভোট প্রচারে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে নামলেন সিপিএমের অশোক ভট্টাচার্য-সহ বাম নেতারা।
শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডে একলা চলো নীতিকে দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রবিবাসরীয় প্রচারে মিছিল করল সিপিএম ও কংগ্রেস। মিছিল থেকে স্লোগান ওঠে বন্দেমাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সেই মিছিলে লাল পতাকা নিয়ে হাঁটলেন অশোক ভট্টাচার্যরাও। অশোক ভট্টাচার্যের দাবি, “নির্বাচনের আগে জোট করা যায়নি। দু’দলই প্রার্থী দিয়ে ফেলেছিল। কিন্তু চারটি ওয়ার্ডে আমরা এক সঙ্গেই লড়াই করছি। কংগ্রেসকে আমরা আসনগুলো ছেড়ে দিয়েছি। তাই এই চার ওয়ার্ডে আমরা কংগ্রেসের পাশে আছি। বোর্ড গঠন করার সময় কংগ্রেসের জেতা কাউন্সিলররা আমাদের সঙ্গে থাকবেন।” তিনি আরও বলেন, “যেখানে বামেদের প্রার্থী রয়েছে, সেখানে কর্মীরা বাম প্রার্থীকেই ভোট দেবেন। এটাই আমরা আবেদন করছি।”
অন্যদিকে কংগ্রেসের প্রার্থী সুজয় ঘটক বলেন, “গতবার আমরা আলাদা ভাবেই লড়াই করেছিলাম। জিতে এসে বামেদের পাশে ছিলাম। এবারেও বহু ওয়ার্ডে আলাদা লড়াই হচ্ছে। কিন্তু এর চার ওয়ার্ডে এক সঙ্গে লড়ছি। বোর্ড গঠনে বামেদের পাশে থাকব।”
শিলিগুড়িতে বরাবরই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে পৌরভোটের লড়াইয়ে নেমেছে বামফ্রন্ট ৷ বাম-কংগ্রেসের এই সমঝোতাকেই ‘শিলিগুড়ি মডেল’ বলে উল্লেখ করা হয় ৷ যদিও একটি বিষয় উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়তে গিয়ে ধরাশায়ী হতে হয়েছে বাম-কংগ্রেসকে ৷
তাই প্রথমে শোনা যাচ্ছিল, পৌরসভা নির্বাচনে বামেদের সঙ্গে চলতে নারাজ ছিল দার্জিলিঙ জেলা নেতৃত্ব। বামফ্রন্ট ও কংগ্রেস নিজেদের শক্তিতেই লড়াই করবে বলে জানা যাচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে, চারটি ওয়ার্ডে যেখানে কংগ্রেস জিতেছিল, সেখানে বাম-কংগ্রেস জোট করেই লড়াই হচ্ছে। বাকিগুলিতে কংগ্রেসের মুখোমুখি বামেরা। এদিকে, বিধানসভা নির্বাচনে ভালো ফল করায় সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপিও। জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা