Siliguri: ‘রোজ স্কুলে গেলেই বলে….,’ ভিডিয়ো করতে সেই দৃশ্য, শিলিগুড়ির নামী স্কুলে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার অষ্টম শ্রেণির ছাত্র
Siliguri: শিলিগুড়ির এক নামী স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ওই ছাত্র। তার অভিযোগ, ক্লাসে গেলেই প্রত্যেক দিন এক ছাত্র তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা না দিলেই মারধর করে বলে অভিযোগ।

শিলিগুড়ি: টাকা চেয়ে না পেয়ে ছাত্রকে মারধরের অভিযোগ। তারপর সেটার ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে পোস্ট করে হেনস্থা। শিলিগুড়ির নামী স্কুলে র্যাগিংয়ের অভিযোগ ঘিরে শোরগোল। ভিত সন্ত্রস্ত ওই ছাত্র এখন স্কুল ছেড়ে দিতে চায়।
শিলিগুড়ির এক নামী স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে ওই ছাত্র। তার অভিযোগ, ক্লাসে গেলেই প্রত্যেক দিন এক ছাত্র তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা না দিলেই মারধর করে বলে অভিযোগ। দিন প্রতি কুড়ি টাকা করে দেওয়ার ‘নিয়ম’ জারি হয়েছে, আর সেই টাকা না দিলেই তাঁকে মারধর, হেনস্থা করা হয় বলে অভিযোগ। হেনস্থার মুহূর্ত আবার মোবাইলবন্দি করে রাখত বলেও অভিযোগ। গত বুধ ও বৃহষ্পতিবার ছাত্রটিকে স্কুলের ভিতরেই মাতধর করে সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি ছাত্রের।
ছাত্রের অভিযোগ, স্কুলে ক্লাসরুমের মধ্যে যেহেতু কোনও সিসিটিভি নেই, তাই সেখানেই তাকে হেনস্থা করা হয়।
ছাত্রে মা বলেন, “সরকারি স্কুলে ভরসা রাখতে পারছি না। র্যাগিং বললেই স্কুল আপত্তি করে। বপে চাইলে অন্য কোথাও নিয়ে যান। র্যাগিং উচ্চারণ করবেন না। স্কুলে গিয়ে ওই ছাত্রকে টাকা না দিলেই মারে। আসিস্ট্যান্ট হেডস্যারকে জানিয়েছি। লাভ হয়নি। ওই স্কুলে আর ছেলেকে পড়াব না।” স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, “দুঃখজনক ঘটনা। আমি জানতাম না। উপযুক্ত পদক্ষেপ করছি।”

