Siliguri: মুখ্যমন্ত্রী যাবেন সেই পথ ধরে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার ১৫ ‘ভূমিহারা’

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Oct 24, 2021 | 4:08 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী আসবেন জেনে ওই রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে। কিন্তু, ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ।

Siliguri: মুখ্যমন্ত্রী যাবেন সেই পথ ধরে, বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার ১৫ ভূমিহারা
কাওয়াখালিতে বিক্ষোভ, নিজস্ব চিত্র

Follow Us

শিলিগুড়ি: হাতে আর মোটে কয়েকঘণ্টা। উত্তরবঙ্গে উন্নয়নের খতিয়ান দেখতে আসছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই, তৃণমূল সুপ্রিমোর যাত্রাপথেই বিক্ষোভ ‘ভূমিহারা’-দের। কিন্তু, বিক্ষোভের আগেই গ্রেফতার ১৫জন। ঘটনাটি কাওয়াখালির।

সূত্রের খবর, বাগডোগরায় নেমে মুখ্যমন্ত্রী মেডিকেল মোড় হয়ে কাওয়াখালি দিয়ে শিলিগুড়ি আসবেন। তার আগেই কাওয়াখালি মোড়ে রবিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল ‘ভূমিহারা’। তাঁদের অভিযোগ, কাওয়াখালির তৃণমূল কাউন্সিলর ভুলভাবে  তাঁদের জমি অধিগ্রহণ করেছেন। শুধু তাই নয়, সেই জমি আর চাইলেও পাল্টা কপালে জুটেছে হুমকি। ফলে বাধ্য হয়েই আজ তাঁরা পথে নেমেছেন।

মুখ্যমন্ত্রী আসবেন জেনে ওই রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে। কিন্তু, ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। সেখান থেকেই মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বয়ং, মুখ্যমন্ত্রীর যাত্রাপথেই এমন  ‘বিপত্তি’-র জেরে কার্যত বেশ অস্বস্তিতে শাসক শিবির। যদিও  এ নিয়ে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি শাসক দলের কোনও নেতা।

আজ শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাল চারটায় পৌঁছবেন বাঘাযতীন পার্কে বিজয়া সম্মেলনীতে। সোমবার উত্তকন্যায় তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। এদিকে আজই শিলিগুড়ি হয়ে দার্জিলিঙ সফরে  রাজ্যপাল জগদীপ ধনখড়।

সোমবার শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় প্রচার সেরে শিলিগুড়ি ফিরবেন। শিলিগুড়িতে নেতাদের নিয়ে দলীয় বৈঠক করবেন তিনি। অন্যদিকে, প্রশাসনিক বৈঠক সেরে অভিষেকের ওই বৈঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর একটি হবে শিলিগুড়িতে, অপরটি হবে কার্শিয়াংয়ে। যেহেতু কোচবিহার জেলায় দিনহাটায় উপনির্বাচন রয়েছে, তাই নির্বাচনী নিয়ম অনুসারে এই বৈঠক থেকে বাদ রাখা হয়েছে কোচবিহারকে। সূত্রের খবর, উত্তরবঙ্গের এই সফরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর।

বিগত কয়েকদিনে নিম্নচাপের জেরে পাহাড়ে অতিবৃষ্টি দেখা দিয়েছে। নেমেছে ধস। ক্ষতি হয়েছে বিস্তর। সেইসব মিলিয়ে পারিপার্শ্বিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।  গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের। আটকে গিয়েছেন পর্যটকেরা। মারাও গিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে যাতে মানুষের পাশে থাকা যায় তাই নিয়েই মূলত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এমনটাই খবর নবান্ন সূত্রে।

সূত্রের খবর, কার্শিয়াং-এ মুখ্য়মন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিতির নেপথ্য়ে রয়েছে জিটিএ  নির্বাচন। গত চারবছর ধরে আটকে রয়েছে জিটিএ নির্বাচন। পাহাড়ে ইতিমধ্যেই রাজনীতির সমীকরণ বদলেছে। বিমল গুরুঙ, অনীত থাপা, বিনয় তামাং সকলেই পৃথক দল ঘোষণা করেছেন। এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার ‘ভাঙন’-এ কার্যত শক্তি বাড়িয়েছে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট তথা জিএনএলএফ। যে ‘পাহাড়বন্ধুদের’ উপর বরাবর ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী, সেই পাহাড় সমীকরণে নজর দিতেই এ বার খোদ সফরে যাচ্ছেন মমতা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

নবান্ন সূত্রে খবর, কাংশিয়াং-এ একাধিক কালচারাল বোর্ড রয়েছে। সেইসমস্ত বোর্ডের চেয়ারম্যান পদগুলিতেও দীর্ঘদিন কোনও বদল হয়নি। মুখ্যমন্ত্রীর এই সফর বেশ তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে  সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুুন: Kaliachak Bomb Blast: মন্ত্রীর বাড়ির নাকের ডগায় তুমুল বোমাবাজি, উদ্ধার তাজা বোমাও!

Next Article