শিলিগুড়ি: পঞ্চায়েত নির্বাচনে তপ্ত বাংলা। তার মাঝেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে জলপ্রকল্প এলাকায় একটি ঘরে মজুত রাসায়নিকে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে গোটা বাড়ির দেওয়ালে কার্যত গভীর ক্ষত তৈরি হয়েছে। আগুনে পুড়ে গিয়েছে ঘরে রাখা বাইক। বাইরে নাইটগার্ড ছিলেন। বিস্ফোরণের অভিঘাতে তিনি আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ হয়। ওই ঘরে বেশ কিছুক্ষণ আগুন জ্বলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
কর্মীদের দাবি, সোডিয়াম হাইপো ক্লোরাইড মজুত রাখা ছিল ওই ঘরে। তাতেই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে প্রবল উত্তেজনা দেখা দেয়। এদিকে দুপুরে ওই এলাকায় পৌঁছে স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বলেন, “বোমা মজুত ছিল। সেগুলিই ফেটেছে। নাহলে সোডিয়াম হাইপো ক্লোরাইডে এমন বিস্ফোরণ হয় না। সরকারি জল প্রকল্পের ঘরে এসব মজুত রাখা হয়েছিল বোমার মশলা আড়ালে রাখার জন্যেই। তদন্ত হলে সব পরিষ্কার হবে৷” যদিও এসব নিয়ে কোনও কথাই বলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, একটা বিস্ফোরণ। তার কারণ পুলিশ খতিয়ে দেখছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে তপ্ত বাংলা। বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবর মিলছে। মনোনয়ন ঘিরে চলছে রাজনৈতিক সংঘর্ষ। তার মধ্যেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের খবর মেলে। তার মধ্যে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।