Talk to Mayor: ‘স্যর ক্লাসে ফ্যান আছে, কিন্তু হাওয়া হয় না’, এমন মিষ্টি অভিযোগে গলে জল মেয়র

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jul 27, 2024 | 8:43 PM

Talk to Mayor: কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম প্রথম টক টু মেয়র কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচি সপ্তাহের নির্দিষ্ট দিনে হয়। মূলত পুরনাগরিকরা তাঁদের নানা সমস্যার কথা সরাসরি মেয়রকে এই কর্মসূচির মাধ্যমে জানাতে পারেন। সেই কর্মসূচি করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়রও। 

Talk to Mayor: স্যর ক্লাসে ফ্যান আছে, কিন্তু হাওয়া হয় না, এমন মিষ্টি অভিযোগে গলে জল মেয়র
প্রতীকী ছবি।

Follow Us

শিলিগুড়ি: ‘টক টু মেয়র’ চলছে। একের পর এক ফোন আসছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছে। এরইমধ্যে একটি ফোন রিসিভ করতেই ওপার থেকে এল ‘হ্যালো স্যর। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে।’ পাল্টা মেয়র প্রশ্ন করেন, ‘আপনার নামটা?’ ওপার থেকে ভেসে এল নাম, ‘শ্রেয়সী বণিক’। ঠিকানা দেশপ্রিয় সরণি, ৩৪ নম্বর ওয়ার্ড। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এমন নাগরিকের ফোন পেয়ে তো মেয়র-সহ উপস্থিত অন্যান্য আধিকারিকরা মুখ চাওয়াচায়ি করছেন। কোন অভিযোগ নিয়ে বা এমন ফোন এল? যা বলল শ্রেয়সী, সকলে তো অবাক।

মেয়রকে শ্রেয়সী বলে, “আমাদের ক্লাসে ফ্যান আছে। কিন্তু হাওয়া নেই একটুও। ফ্যানের হাওয়া হয় না। ফ্যানটা খারাপ একটু। গরমে অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে।” ছোট্ট শ্রেয়সীর অভিযোগ মন কাড়ে মেয়রের।

কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম প্রথম টক টু মেয়র কর্মসূচি শুরু করেন। এই কর্মসূচি সপ্তাহের নির্দিষ্ট দিনে হয়। মূলত পুরনাগরিকরা তাঁদের নানা সমস্যার কথা সরাসরি মেয়রকে এই কর্মসূচির মাধ্যমে জানাতে পারেন। সেই কর্মসূচি করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়রও।

মেয়র গৌতম দেব জানান, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে সোমবারই তিনি যাবেন। এই স্কুলেরই ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্রেয়সী।  এতদিন ধরে টক টু মেয়র কর্মসূচি করছেন গৌতম দেব। এই প্রথম এমন অভিযোগ পেলেন তিনি। তাও আবার তাঁর বাড়ির পাশের স্কুলের ছাত্রীর কাছ থেকে।

 

Next Article