Bengal BJP: পাহাড়ে লোকসভা ভোটে এবার ‘ভূমিপুত্র’ শ্রিংলাতেই বাজি ধরছে বিজেপি?

Jyotirmoy Karmokar | Edited By: Soumya Saha

Nov 08, 2023 | 5:09 PM

Bengal BJP: আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে কি বিজেপির প্রার্থী হতে পারেন হর্ষবর্ধন শ্রিংলা? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাহাড়ের সঙ্গে পারিবারিক যোগসূত্রও রয়েছে এই আমলার। জীবনের ছোটবেলায় অনেকটা সময় তিনি কাটিয়েছেন পাহাড়ে।

Bengal BJP: পাহাড়ে লোকসভা ভোটে এবার ভূমিপুত্র শ্রিংলাতেই বাজি ধরছে বিজেপি?
হর্ষবর্ধন শ্রিংলা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: এবার কি রাজনীতির ময়দানে দেখা যাবে হর্ষবর্ধন শ্রিংলাকে? লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত চর্চা বাড়ছে হর্ষবর্ধন শ্রিংলাকে নিয়ে। আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে কি বিজেপির প্রার্থী হতে পারেন হর্ষবর্ধন শ্রিংলা? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাহাড়ের সঙ্গে পারিবারিক যোগসূত্রও রয়েছে এই আমলার। জীবনের ছোটবেলায় অনেকটা সময় তিনি কাটিয়েছেন পাহাড়ে। কয়েক মাস ধরেই দার্জিলিং ও ডুয়ার্স এলাকায় সামাজিক কাজে অত্যন্ত সক্রিয়ভাবে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সিনিয়র অফিসারকে। সরকারি আধিকারিকের এই সামাজিক কাজকর্ম ঘিরেই তৈরি হয়েছে ভোটে প্রার্থী হওয়ার জল্পনা। সম্প্রতি দার্জিলিঙের উপর একটি বইও লিখেছেন তিনি। অনেকেই তাঁকে দার্জিলিঙের ‘ভূমিপুত্র’ হিসেবেও ব্যাখ্যা করতে শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, হর্ষবর্ধন শ্রিংলা কেন্দ্রের আমলা হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব সামলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। কাজ করেছেন থাইল্যান্ড, বাংলাদেশেও। ভারতের বিদেশ সচিব হিসেবেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি জি-২০ বৈঠকেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। জি-২০ বৈঠকে ভারতের প্রধান কো-অর্ডিনেটরের ভূমিকায় রয়েছেন তিনি। এবার কি এই কূটনীতিককে দেখা যেতে পারে রাজনীতির আঙিনায়? জোর গুঞ্জন রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, এবারের দুর্গাপুজোর সময়েও কলকাতায় এসেছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দির’ দেখতে গিয়েছিলেন তিনি। এই পুজোর বর্তমানে প্রধান পৃষ্ঠপোষক বিজেপি নেতা সজল ঘোষ। সেখানে বক্তব্য রাখার সময়েও হর্ষবর্ধন শ্রিংলার মুখে উঠে এসেছিল বাংলার সঙ্গে তাঁর আত্মিক টানের কথা। উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়ারে হর্ষবর্ধন শ্রিংলা যখন বক্তব্য রাখছিলেন, তখন ভিড়ের মধ্যে থেকে ‘জয় শ্রী রাম’ স্লোগানও উড়ে এসেছিল।

Next Article