TMC-BJP: সন্দেশখালির উত্তাপের মাঝেই দেখা হল দুই নেতার

Prasenjit Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 14, 2024 | 4:06 PM

TMC-BJP: এদিন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। দুজনেই একে অপরকে দেখে এগিয়ে যান, শুভেচ্ছা বিনিময় করলেন। দুই সাংবাদিকের জন্মদিনে কেকও কাটলেন তাঁরা একসঙ্গে। মেয়র গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখা হয়ে গেল।

TMC-BJP: সন্দেশখালির উত্তাপের মাঝেই দেখা হল দুই নেতার
পাশাপাশি গৌতম দেব ও রাজু বিস্তা
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আঁচ ছড়াতে শুরু করেছে সন্দেশখালির বাইরেও। গভীর রাতে বসিরহাটে আটক করা হয় বিজেপি নেতাদের। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে নেমেছে বিজেপি। সেই আবহের মধ্যেই অন্য মেজাজে দেখা গেল শাসক ও বিরোধী শিবিরের দুই নেতাকে। একজন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অন্যজন বিজেপির সাংসদ রাজু বিস্তা। সরস্বতী পুজোর সকালে দুজনকে দেখা গেল পাশাপাশি। না, রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। পুজো উপলক্ষেই এক জায়গায় পৌঁছে গিয়েছিলেন দুজন। দেখা হলে সৌজন্য বিনিময়ও করতে দেখা যায় তাঁদের।

এদিন প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে দেখা হয় তাঁদের। দুজনেই একে অপরকে দেখে এগিয়ে যান, শুভেচ্ছা বিনিময় করলেন। দুই সাংবাদিকের জন্মদিনে কেকও কাটলেন তাঁরা একসঙ্গে। মেয়র গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখা হয়ে গেল। মাঝে মাঝে এমন দেখা হয়ে যায়। অনেক সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা হয়ে যায়, আজ পুজো উপলক্ষে দেখা হয়ে গেল।

উত্তরের রাজনীতিতে গৌতম দেব ও রাজু বিস্তা দুজনকেই প্রথম সারিতে রাখা যায়। একজন পুরনো নেতা, অপরজন কিছুটা নতুন। একে অপরের দিকে কটাক্ষের সুরে কথা বলেছেন, এমন নজিরও রয়েছে। ২০২২-এ গৌতম দেব রাজু বিস্তাকে কটাক্ষ করে বলেছিলেন, রাজনীতিতে ও নতুন। একদিন ক্লাস নিতে হবে। গত বছর যখন রাজু বিস্তা দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে অপমান করছেন, তখনও তাঁকে পাল্টা আক্রমণ করেছিলেন গৌতম দেব। তবে সরস্বতী পুজোয় একেবারে অন্য ছবি।

Next Article