শিলিগুড়ি: স্কুল সার্ভিস কমিশনের তালিকায় গ্রুপ-ডি চাকরির তালিকায় নাম শিলিগুড়ির এক তৃণমূল যুব নেতার। সেই খবর প্রকাশ্যে আসতেই ফের শুরু রাজনীতি। সম্প্রতি, গ্রুপ ডি নিয়োগে ১ হাজার ৬৯৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই তালিকায় নাম রয়েছে শিলিগুড়ি শিক্ষাজেলার সাত জনের। এদের মধ্যে একজন হলেন তৃণমূলের ওই যুব নেতা। ২০১৮ সালে শিলিগুড়িতে ফণিভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রুপ ডি-র কাজে যোগ দেন তিনি। তৃণমূল যুব নেতার নাম তালিকায় আসায় নিয়োগ দুর্নীতিতে শাসক যোগ নিয়ে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।
এ দিকে, ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে গিয়েছে। ক্যামেরার সামনে না এলেও যুব নেতা তথা গ্রুপ-ডি ওই কর্মীর দাবি, তালিকায় তাঁর নাম থাকায় তিনিও হতবাক।
যে স্কুলে এই যুবনেতার গ্রুপ ডি পদে নিয়োগ হয়েছিলেন সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি যুব তৃণমূলের সভাপতি নির্ণয় রায়। তিনি স্বীকার করেছেন, ওই যুব নেতা তাঁদের দলের। তবে সেই যোগেই এই চাকরি বলে বিরোধীরা যে অভিযোগ তুলছে তা অবশ্য মানতে চান নারাজ তিনি। এই বিষয়ে যুব তৃণমূল সভাপতি এবং পরিচালন সমিতির সভাপতি নির্ণয় রায় বলেন, “দল এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।”
জেলা শিক্ষা দফতরের কর্তারা জানান, “আদালতের নির্দেশেই এই তালিকা আমরা স্কুলগুলিতে পাঠিয়েছি। শিলিগুড়ি শিক্ষাজেলায় যে সাতজনের নাম রয়েছে তাঁদেরও জানিয়ে দেওয়া হয়েছে। ১হাজার ৬৯৪ জনের এই তালিকায় নাম রয়েছে।”
যদিও বিজেপি নেতা রাজু সাহার অভিযোগ, সব নিয়োগেই শাসক যোগ রয়েছে। তালিকা প্রকাশ্যে আসতেই তা স্পষ্ট হচ্ছে। দ্রুত এই অযোগ্যদের বরখাস্ত কররা দবি তুলছে বিজেপি।