Darjeeling Bandh: আগামিকাল দার্জিলিং বনধের ডাক মোর্চার, মাটিগাড়ায় ছাত্রীমৃত্য়ুর প্রতিবাদ

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Aug 25, 2023 | 2:21 PM

Matigara: গত সোমবার বিকেল ৪টে নাগাদ মাটিগাড়া থানা এলাকায় পরিত্যক্ত জঙ্গলে ঘেরা একটি ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। এলাকার লোকজনই দেহটি পড়ে থাকতে দেখেন।

Darjeeling Bandh: আগামিকাল দার্জিলিং বনধের ডাক মোর্চার, মাটিগাড়ায় ছাত্রীমৃত্য়ুর প্রতিবাদ
দার্জিলিংয়ে বনধের ডাক।

Follow Us

শিলিগুড়ি: দার্জিলিং বন্ধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। মাটিগাড়ায় ছাত্রী খুনের প্রতিবাদে শনিবার  ১২ ঘণ্টার বনধের ডাক দিল তারা। মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও খুনের অভিযোগ ওঠে। ওই ছাত্রীর স্মরণে চৌরাস্তায় এক স্মরণসভাও হবে। দার্জিলিংয়ে এ কথা জানান মোর্চা নেতা দীপেন গুরুং। গত সোমবার মাটিগাড়া থানা এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। পরণে ছিল স্কুলের পোশাক। মাথা থেঁতলানো।

গত সোমবার বিকেল ৪টে নাগাদ মাটিগাড়া থানা এলাকায় পরিত্যক্ত জঙ্গলে ঘেরা একটি ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর দেহ। এলাকার লোকজনই দেহটি পড়ে থাকতে দেখেন। এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ আসে। স্কুলের ড্রেস দেখে যোগাযোগের চেষ্টা করা হয় কর্তৃপক্ষের সঙ্গে। যখন দেহটি উদ্ধার হয়, বীভৎস অবস্থায় ছিল ছাত্রীর মাথা। একেবারে থেঁতলানো, রক্তে ভাসছে।

তদন্তে নেমে সোমবারই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। একটি সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে আসে। তাতে ধরা পড়ে, স্কুল ছুটির পর ওই ছাত্রীকে ওই যুবক তাঁর সাইকেলে বসিয়ে নিয়ে গিয়েছিলেন। এরপরই দফায় দফায় শুরু হয় জেরা। আর তাতেই উঠে আসে নাবালিকার উপর ধর্ষণের চেষ্টার অভিযোগ। তদন্তে আরও উঠে আসে, ঘটনার সময় ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন।

Next Article