শিলিগুড়ি: উত্তরে বিজেপির শক্ত ঘাঁটিতে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার ও কোচবিহারে জয়ের লক্ষ্যে চা বলয়ে টানা পদযাত্রার ঘোষণা তৃণমূলের। ১৯ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ অবধি টানা বারো দিনের কর্মসূচি ঘোষণা করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। নয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘চা শ্রমিক একতা যাত্রা’।
রাহুল গান্ধীর ন্যায় যাত্রার আদলেই আলিপুরদুয়ার-জলপাইগুড়ির চা শ্রমিকদের নিয়ে পদযাত্রা হবে বাগানে বাগানে। ডুয়ার্সের সমস্ত চা বাগানে এই পদযাত্রা হবে। পদযাত্রায় যাঁরা সামিল হবেন তাঁরা বাগানে রাত্রিবাসও করবেন। এদিন শিলিগুড়িতে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ৬ দিন আলিপুরদুয়ারে এবং ৫ দিন জলপাইগুড়িতে বাগানে বাগানে পদযাত্রা ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলবে। ১ মার্চ সমাবেশ হবে বানারহাটে।
তৃণমূল বলছে, কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পিএফ, হাজার কোটি দেওয়ার প্রতিশ্রুতি, বন্ধ বাগান খোলার দাবি প্রভৃতিই এই যাত্রায় প্রচার করা হবে। আগেও একাধিকবার এই দাবিতে নানা কর্মসূচি নেওয়া হলেও অবস্থা ফেরেনি। চাওড়া হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাতের রাস্তা। সে কারণেই এবার ফের লোকসভার আগে নয়া কর্মসূচির ডাক ঘাসফুল শিবিরের। এদিন ঋতব্রত জানান, রাজ্য জমির পাট্টা দিচ্ছে। নতুন ৫২ হেলথ সেন্টার খুলছে। সবটাই চা শ্রমিকদের জন্য। আমরা প্রচারে নামছি। আগামী লোকসভায় এর সুফল মিলবে বলে আশা রাখছি।