শিলিগুড়ি: সামনেই শীতের মরসুম। আর শীতকাল মানেই বেঙ্গল সাফারিতে উপচে পড়া পর্যটকদের ভিড়। এবার বেঙ্গল সাফারিকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তুলতে ছাড়া হল চারটি রয়্যাল-শাবককে। খুব তাড়াতাড়ি আনা হবে সিংহও। অর্থাৎ ফের একদল নতুন অতিথির আগমন শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে।
বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি এবার দেখা মিলবে পশুরাজ সিংহেরও ৷ সঙ্গে থাকছে স্লথ বিয়ার, জেব্রার মতো প্রাণীও। এছাড়াও, তৃণভোজী প্রাণীর সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বন দফতরের তরফে ৷ তালিকায় রয়েছে মণিপুরের সাঙ্গাই ডান্সিং ডিয়ার, এলবিনো ব্ল্যাক বাক। বিভিন্ন চিড়িয়াখানা থেকে আনা হবে তাদের। ইতিমধ্যে এ নিয়ে পদক্ষেপ করেছে বন দফতর ও রাজ্য চিড়িয়াখানা বিভাগ৷ অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে সেন্ট্রাল জু অথরিটির কাছে ৷ নতুন অতিথিদের থাকার জন্য পৃথক এনক্লোজার ও বনভূমি বাড়ানোর প্রক্রিয়াও প্রায় শেষের দিকে।
রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি শিলা ও বিভানের চার নতুন শাবককে সোমবারই বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হয়েছে। এদিন শীলা-সহ ওই চার রয়্যাল শাবককে নাইট শেল্টার থেকে পর্যটকদের জন্য ওপেন সাফারি এনক্লোজারে ছাড়া হয়। জন্মের প্রায় সাত মাস পর তাদের এখানে আনা হল। এই চার শাবক ঘিরে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ৷ এর আগে শীলা ও স্নেহাশিসের তিন শাবক কিকা, রিকা ও ইকাকে সাফারিতে ছাড়া হয়েছিল ৷ এদিন নতুন চার শাবক-সহ শীলাকে বেঙ্গল সাফারি পার্কে দেখা গেল ঘুরে করতে ৷
রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ওই চার শাবককে বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা হেড অব ফরেস্ট ফোর্স সৌমিত্র দাশগুপ্ত, রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী এবং উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রাজেন্দ্র জাখর-সহ অন্যান্যরা। চলতি বছরের মার্চ মাসে শিলা ওই চার শাবকের জন্ম দিয়েছিল ৷
এতদিন তাদের পর্যটকদের চোখের আড়ালে নাইট শেল্টারে রেখে দেখাশোনা চলছিল। সাত মাস পর তাদের প্রকাশ্যে আনা হল ৷ সপ্তাহে দু’দিন করে আপাতত তাদের সাফারিতে ছাড়া হবে ৷ বাকি দিনগুলি কিকা, রিকা ও ইকাকে দিয়ে সাফারি চলবে ৷ তবে বেঙ্গল সাফারি পার্ককে আরও বেশি আকর্ষনীয় করার উদ্যোগের কথা জানিয়েছেন বনমন্ত্রী ৷