অমিত শাহের পদত্যাগ, দিলীপ ঘোষের গ্রেফতারি চেয়ে কুশপুতুল পোড়াল তৃণমূল

tista roychowdhury |

Apr 13, 2021 | 10:40 PM

এই ঘটনায়,  বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, 'গণতান্ত্রিক ভাবে ভোট হচ্ছে। ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।ওদের আর ফেরার জায়গা নেই। দিশেহারা হয়ে  তৃণমূল নাটক করার চেষ্টা করছে।' 

অমিত শাহের পদত্যাগ, দিলীপ ঘোষের গ্রেফতারি চেয়ে কুশপুতুল পোড়াল তৃণমূল
নিজস্ব চিত্র

Follow Us

আলিপুরদুয়ার: শীতল চাপান-উতোর চলছেই। বঙ্গ ভোট আবহে, শীতলকুচি কাণ্ডকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের সম্মুখীন হয়েছেন একাধিক বিজেপি (BJP) নেতা। ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) নির্বাচনী প্রচার। এই ঘটনাকে কেন্দ্র করে এ বার প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্য়ায়, আলিপুরদুয়ারে টাউন ব্লকে অমিত শাহ ও দিলীপ ঘোষের কুশপুতুল পোড়ালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

এ দিন, তৃণমূলের (TMC) জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান, অমিত শাহের অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন। বাংলা জুড়ে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি চালাচ্ছে বিজেপি। কেন্দ্রীয়বাহিনী অনৈতিকভাবে নির্বাচনে হস্তক্ষেপ করছে। চতুর্থ দফার ভোটে  শীতলকুচিতে জওয়ানের গুলিতে চারজনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দেন বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। এই মন্তব্যের প্রতিবাদে দিলীপ ঘোষের গ্রেফতারি চায় তৃণমূল। তাই পোড়ানো হয় অমিত শাহ ও দিলীপ ঘোষের কুশপুতুল।

এই ঘটনায়,  বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ‘গণতান্ত্রিক ভাবে ভোট হচ্ছে। ভোট দিচ্ছেন সাধারণ মানুষ।ওদের আর ফেরার জায়গা নেই। দিশেহারা হয়ে  তৃণমূল নাটক করার চেষ্টা করছে।’

আরও পড়ুন: ফোনে হুমকি, মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরিতে ‘না’ আনন্দ-পরিবারের

Next Article