Durgapur News: সংশোধনাগারে বিচারাধীন অবস্থাতেই মৃত্যু আর্থিক তছরুপে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের, চাঞ্চল্য দুর্গাপুরে
দুর্গাপুর সংশোধনাগারে বিচারাধীন থাকাকালীন শান্তনু মন্ডল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। তারপর শনিবার দুপুরে বর্ধমান অনাময় হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দুর্গাপুর: আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, আদালতে যাওয়ার আগেই দুর্গাপুর সংশোধনাগারে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন। তারপর হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। বিচারাধীন অবস্থাতেই মৃত্যু হল আর্থিক তছরুপে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের। শনিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর সংশোধনাগারে। সংশোধনাগারে অসুস্থ হয়ে বিচারাধীন বন্দির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়।
জেল সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বন্দির নাম শান্তনু মন্ডল। দুর্গাপুরের অন্ডালের বহুলা শাখায় একটি বেসরকারি ব্যাঙ্কে ম্যানেজার পদে কর্মরত ছিলেন তিনি। ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬ কোটি টাকা তছরুপের অভিযোগেই গ্রেফতার হন তিনি। দুর্গাপুর সংশোধনাগারে বিচারাধীন থাকাকালীন শান্তনু মন্ডল শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। তারপর শনিবার দুপুরে বর্ধমান অনাময় হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
সংশোধনাগারের সমস্ত বন্দিদেরই নিয়মিত শারীরিক পরীক্ষা হয় এবং শান্তনু মন্ডলেরও শারীরিক পরীক্ষা হয়েছিল। কিন্তু, দিন দুয়েক আগেও তাঁর কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি বলে দাবি দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ের। তিনি জানান, গত ২ মার্চ সংশোধনাগারে বন্দিদের রুটিন পরীক্ষা হয়। সেই সময় শান্তনু মন্ডলের কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি। ৩ মার্চ মধ্যরাতে, প্রায় ৩টে নাগাদ তিনি শারীরিক অস্বস্তি বোধ করেন। সঙ্গে সঙ্গে শান্তনু মন্ডলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। CCU-তে চিকিৎসার পর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় শনিবার ভোরে তাঁর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শান্তনু মন্ডলের হার্টে ছোট একটি অস্ত্রোপচারও হয়। তারপর দুপুর ২টো নাগাদ ওই হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, জালিয়াতির অভিযোগে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন অন্ডালের একটি বেসরকারি ব্যাঙ্কের বহুলা শাখার ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মন্ডল। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল ওই ব্যাঙ্কের এক মহিলা কর্মী, স্মৃতি ভট্টাচার্যকে। তাঁরা ওভারড্রাফটের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা ৮টি অ্যাকাউন্টে সরিয়ে দেন বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই ব্যাঙ্কের আঞ্চলিক অফিসের পক্ষ থেকে আধিকারিক সৌরভ কুমার লায়েক অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার শান্তনু মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। আর এই জালিয়াতি কাণ্ডে ব্যাঙ্ক ম্যানেজারকে সঙ্গত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় স্মৃতি ভট্টাচার্যকে। কয়েকদিন পুলিশি হেফাজতে থাকার পর জেল হেফাজত হয় শান্তনু মন্ডলের। তারপর থেকে দুর্গাপুর সংশোধনাগারেই বিচারাধীন বন্দী হিসেবে ছিলেন তিনি। এদিন তাঁর দুর্গাপুর আদালতে হাজিরা দেওয়ার দিন ছিল।