Nawsad Siddiqui: নওশাদের জামিনে খুশি মন্ত্রীমশাই, বললেন, ‘রাজনৈতিক লড়াইয়ে এসব লেগে থাকে’

Nawsad Siddiqui: নওশাদ সিদ্দিকী বললেন, 'নওশাদ যে জামিন পেয়েছে, তাতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি।'

Nawsad Siddiqui: নওশাদের জামিনে খুশি মন্ত্রীমশাই, বললেন, 'রাজনৈতিক লড়াইয়ে এসব লেগে থাকে'
নওশাদ সিদ্দিকী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2023 | 8:04 PM

শেওড়াফুলি: আদালত জামিন মঞ্জুর করার পর অবশেষে আজ জেল থেকে বেরোলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)। আইএসএফ বিধায়কের জামিনে মুক্তিতে খুশি জাঙ্গিপাড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। শনিবার হুগলির শেওড়াফুলিতে একটি দলীয় বৈঠকে এসেছিলেন তৃণমূল বিধায়ক। সেই সময়ই নওশাদের জামিন পাওয়া প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অবস্থানের কথা জানালেন মন্ত্রী। বললেন, ‘নওশাদ যে জামিন পেয়েছে, তাতে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। কারণ, সামনেই আগামী পরশু ইশালে সাওয়াব রয়েছে। আর তিনি পীর পরিবারের একজন সন্তান। সেখানে নওশাদ আটকে থাকে, তা আমাদের কাছে কষ্টের বিষয় ছিল। উনি ছাড়া পেয়েছেন, ভাল হয়েছে।’

মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, ‘আমরাও যখন বিরোধী দল ছিলাম, আমরাও কেস খেয়েছি, মার খেয়েছি, জেলে আটকে থাকতে হয়েছে। রাজনৈতিক লড়াই করতে গেলে, এগুলো তো লেগে থাকবে।’ মুখ খোলেন সাগরদিঘির উপনির্বাচনে ফলাফলের পর পীরজাদা ত্বহা সিদ্দিকীর প্রার্থী বাছাই নিয়ে পরামর্শের প্রসঙ্গেও। পীরজাদার মন্তব্য তাঁর নিজস্ব উপলব্ধি হিসেবেই ব্যাখ্যা করছেন স্নেহাশিস। বললেন, ‘সংখ্যালঘু কিংবা হিন্দু-মুসলিম আলাদা কিছু আমরা ভাবি না। সবাই একসঙ্গে মিলেই এই বাংলায় থাকি। যে যার ধর্ম পালন করে। প্রতিটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। আমরা যখন কাজ করি তখন মিলেমিশে করি। প্রার্থী নির্বাচন হয় যোগ্যতার নিরিখে। ধর্ম দেখে প্রার্থী বাছাই তৃণমূল করে না। তৃণমূল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।’

প্রসঙ্গত, নওশাদ সিদ্দিকী যখন গ্রেফতার হয়েছিলেন, তখন তাঁর বিরুদ্ধে কড়া ভাষায় সরব হয়েছিলেন তৃণমূল নেতারা। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমরা সাংবাদিক বৈঠক করে আক্রমণ শানিয়েছিলেন নওশাদকে। তৃণমূল শিবির থেকে সাংবাদিক বৈঠক করে বলা হয়েছিল, নওশাদ অন্যায় করেছেন। এমনকী আইএসএফ বিজেপির বি টিম হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেতারা। প্রশ্ন তোলা হয়েছিল, নওশাদের বিজেপির সঙ্গে আঁতাতের তত্ত্ব নিয়েও।