Sukanta Majumdar: সুকান্তর চাকরি পাওয়ার সময় কত ছিল পুলিশের রেট?

Sukanta Majumdar: প্রসঙ্গত, শনিবার একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য চাকরি প্রার্থীদের বিষয় নিয়ে কথা বলেন তিনি। অভিযোগ করেন এসএসসি নিজে থেকে এগিয়ে আসছে না বলেই যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যাচ্ছে না।

Sukanta Majumdar: সুকান্তর চাকরি পাওয়ার সময় কত ছিল পুলিশের রেট?
সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 7:40 PM

কলকাতা: শিক্ষকতার চাকরিতে ঢোকার সময় পুলিশ ভেরিফিকেশনে টাকা দিতে হয়েছিল নাকি। বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বস্তুততবে রাজনীতিতে আসার আগে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উদ্ভিদবিদ্যা পড়িয়েছেন। এবার সেই নিয়েই কথা বলতে গিয়ে মুখ খুললেন সুকান্ত।

বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আপনি দশ হাজার টাকা ফেলুন কী কী সার্টিফিকেট লাগবে সব পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে। পুলিশ ভেরিফিকেশনের নামে কী হয় আমি জানি। আমি যখন চাকরি পেয়েছিলাম পাঁচ হাজার টাকা দর ছিল। এখন কত জানি না। কারণ আমারও সেই সময় পুলিশ ভেরিকিশন হয়েছে। আমাকেও পয়সা দিতে হয়েছিল।”

প্রসঙ্গত, শনিবার একাধিক বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য চাকরি প্রার্থীদের বিষয় নিয়ে কথা বলেন তিনি। অভিযোগ করেন এসএসসি নিজে থেকে এগিয়ে আসছে না বলেই যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যাচ্ছে না। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক কারণে এই কাজ করা হচ্ছে বলেই অভিযোগ করেন তিনি।