AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dumdum: মদ কেনার টাকা চেয়ে না পাওয়ায় প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের তাণ্ডব! আক্রান্ত ২

Dumdum: আক্রান্ত যুবকদের নাম শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং। শনিবার তাঁরা অফিস থেকে ফিরছিলেন। অভিযোগ, তখনই তাঁদের ওপর হামলা করা হয়।  আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

Dumdum: মদ কেনার টাকা চেয়ে না পাওয়ায় প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের তাণ্ডব! আক্রান্ত ২
দমদমে উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 4:50 PM
Share

কলকাতা:  বাগুইআটির পর দমদম। মদ কেনার টাকা চেয়ে না পাওয়ায় অফিস ফেরত পাড়ার যুবকদের ওপর হামলার অভিযোগ প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দমদমের মধুগড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকদের নাম শ্রীতম চট্টোপাধ্যায় ও সানি সিং। শনিবার তাঁরা অফিস থেকে ফিরছিলেন। অভিযোগ, তখনই তাঁদের ওপর হামলা করা হয়।  আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের পরিবারের দাবি, দক্ষিণ দমদম পুরসভার ১৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামীরা  শ্রীতম ও সানির কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। শ্রীতম ও সানি টাকা দিতে অস্বীকার করলে, তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। রিভলবার, হকিস্টিক, রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রভি সরদার-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। রিভলবারের বাট দিয়ে মেরে সানি সিংয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। বিষয়টির তীব্র নিন্দা করেছেন ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, “ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছে। প্রাক্তন কাউন্সিলরের মদতে এইসব হচ্ছে।”

আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত দুজনই নাগেরবাজারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনায় শ্রীতমের বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।