Bomb: জারের ভিতরে রাখা ওগুলো কী? কাছে যেতেই চোখ কপালে

Malda: এলাকাবাসী সূত্রে খবর, সুজাপুর স্কুলপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বস্তার মধ্যে একটি জার লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা জারের ভিতর উঁকি মারতেই দেখেন তাতে বোমা জাতীয় কিছু রাখা আছে। তাই সঙ্গে সঙ্গে খবর দেন কালিয়াচক থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

Bomb: জারের ভিতরে রাখা ওগুলো কী? কাছে যেতেই চোখ কপালে
বোমা উদ্ধার Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 7:12 PM

মালদহ: বাংলাদেশ আবহের মধ্যেই মালদহ থেকে উদ্ধার বোমা। মালদহর সুজাপুর থেকে বোমা উদ্ধার।  পরিত্যক্ত বাড়িতে জারের মধ্যে রাখা বেশকিছু বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। যার জেরে আতঙ্ক ছড়াল সুজাপুর স্কুলপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ।

এলাকাবাসী সূত্রে খবর, সুজাপুর স্কুলপাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বস্তার মধ্যে একটি জার লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরা জারের ভিতর উঁকি মারতেই দেখেন তাতে বোমা জাতীয় কিছু রাখা আছে। তাই সঙ্গে সঙ্গে খবর দেন কালিয়াচক থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

প্রথমে পুলিশ লাল ফিতে দিয়ে ঘটনাস্থল কর্ডন করেন। এরপর খবর দেন সিআইডি বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান জারের ভিতর বোমা রাখা আছে। কেউ বা কারা বোমাগুলি মজুত করেছে। তাই এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, বোমা উদ্ধারের ঘটনা মালদহে নতুন নয়। এর আগে কখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে, কখনও বা স্কুলের পাশ থেকে বোমা উদ্ধার হয়েছিল।