ধূপগুড়ি: রবিবারের সকাল। ছুটির দিন। তখনও ঘুম ভাঙেনি অনেকের। কেউ-কেউ আবার বেরিয়েও পড়েছেন বাইরে। এরমধ্যেই আচমকা কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। ভূ-কম্পন অনুভূত হল সেখানে। যার তীব্রতা ছিল ৫ দশমিক ৫
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। রবিবার সকাল ৭টা বেজে ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত জলপাইগুড়ির ধূপগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে। সকাল-সকাল এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Earthquake of Magnitude:5.5, Occurred on 31-07-2022, 07:58:10 IST, Lat: 27.14 & Long: 86.67, Depth: 10 Km ,Location: 147km ESE of Kathmandu, Nepal for more information Download the BhooKamp App https://t.co/k9yXnmGZXP@Indiametdept @ndmaindia pic.twitter.com/erOrYn8Oog
— National Center for Seismology (@NCS_Earthquake) July 31, 2022
স্থানীয় সূত্রে খবর, ভূমিকম্পের আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকে। উলুধ্বনি, শঙ্খধ্বনি দিতে শুরু করেন বাড়ির মহিলারা। তবে ক্ষয়-ক্ষতির কোনও খবর মেলেনি।
এ দিকে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আর তার মধ্যে এই ভূমিকম্প উসকে দিয়েছে পুরনো স্মৃতি। ২০১৫ সালে ভয়াবহ ভূমিকম্প দেখেছিল নেপাল। তখনও বৃষ্টি হয়েছিল সেখানে। ভূকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল।
গত ২৫ শে জুলাই অর্থাৎ গত সপ্তাহেও নেপালে ভূমিকম্প অনুভূত হয়। তখন তীব্রতা ছিল ৪ দশমিক ৭। ভূমিকম্পের সময় স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে নিরাপদ আশ্রয়ে চলে যান। জানা যায়, ভূমিকম্পটি কেন্দ্রস্থল ছিল কাঠমান্ডুর থেকে একশ কিলোমিটার পূর্বে সিন্ধুপালচক জেলার হেলাম্বুতে।