পশ্চিম মেদিনীপুর: লালার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। কয়লাকাণ্ডে মূলচক্রী অনুপ মাজি ওরফে লালা ও তার সহযোগী রত্নেশ ভার্মার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত।
গোটা দেশের ৪৫ টি জায়গাতে অভিযান চালায় সিবিআই। পুরুলিয়ার নিতুরিয়ার বাড়িতে গিয়েও অনুপ মাজি ওরফে লালার হদিশ পাওয়া যায়নি। সিবিআইয়ের তরফে তিনদফা নোটিস জারি করার পরেও সিবিআইয়ের কাছে নিজাম প্যালেসে হাজিরা দেয়নি লালা। সোমবার বেলা ১২ টা পর্যন্ত তার আসার কথা ছিল কিন্তু সেদিনও আসেনি লালা। তারপর থেকেই জানা যাচ্ছিল সিবিআই কড়া অবস্থান নেবে।
আরও পড়ুন: সিঙ্গুরে ‘শিল্প পার্ক’, উদ্যোগপতিদের জমি দেবেন মমতা
বৃহস্পতিবার সিবিআইয়ের তরফ থেকে একটি আবেদন করা হয় সিবিআই আদালতে। সেই মত আবেদন গৃহীত হয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জানা গিয়েছে, লালার মুম্বাইয়ে বাড়িতেও অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু পরিবার-সহ তার কোনও হদিশ পাওয়া যায়নি।