Election commission on BLO: বাড়িতে না গিয়ে এখান-ওখান থেকে ফর্ম বিলি? কঠিন শাস্তির মুখে পড়তে পারেন BLO-রা
Election commission: এখানে উল্লেখ্য, এসআইআর শুরু চালু হতেই বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছিল কখনও বিএলও হয় তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন, কখনও আবার পার্টি অফিসে বসে চলছে ফর্ম বিতরণ। কোথাও আবার তো বিএলও নয়, তৃণমূল কর্মীরাই নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি ফর্ম। মালদহ-মুর্শিদাবাদের মতো একাধিক জেলা থেকে এই রকম অভিযোগ উঠছে।

কলকাতা: বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। যে সমস্ত বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়িতে বাড়িতে এসআইআর ফর্ম দেওয়ার বদলে যেখান-সেখান থেকে দিচ্ছেন, তাঁদের শোকজ করার নির্দেশ। ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারদের শোকজ করার নির্দেশ সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের।
এখানে উল্লেখ্য, এসআইআর শুরু চালু হতেই বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছিল কখনও বিএলও হয় তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন, কখনও আবার পার্টি অফিসে বসে চলছে ফর্ম বিতরণ। কোথাও আবার তো বিএলও নয়, তৃণমূল কর্মীরাই নিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি ফর্ম। কোথাও তো একেবারে রাস্তার মধ্যে বেঞ্চ পেতে ফর্ম বিতরণ চলছে। মালদহ-মুর্শিদাবাদের মতো একাধিক জেলা থেকে এই রকম অভিযোগ উঠছে। এরপরই এই নিয়ে কমিশনে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ দায়ের হয়। বিশেষ করে সরব হয় বিজেপি। সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একাধিক বিষয়ে নির্বাচন কমিশনে যান আরও আরও কিছু অভিযোগ জানাতে।
এরপর শনিবার নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। অভিযোগ, বারবার বলা সত্ত্বেও অনেক বুথ লেভেল অফিসাররা বাড়িতে-বাড়িতে এসআইআর (SIR) এ ফর্ম দেওয়ার বদলে যেখান সেখান থেকে দিচ্ছেন। এরপরই কমিশন এই ধরনের বুথ লেভেল অফিসারদের শোকজ এবং তাঁদের ডিসিপ্লিনারি প্রসেডিং করার জন্য নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বহুবার বিএলও-দের হুমকি দিয়ে বলেছিলেন, কেউ যদি নিরপেক্ষতা বজায় না রেখে কাজ করেন তাহলে তাঁদের অবস্থা বিহারের বাহান্ন জন বিএলও-র মতো হবে। শুভেন্দু বলেছিলেন, “শুধরে যান…।” তবে জেলাগুলি থেকে আসতে থাকে একের পর এক অভিযোগ। এরপরই দেখা গেল কমিশন করল পদক্ষেপ।
