জলপাইগুড়ি: প্রতিভা কোথায় আত্মগোপন করে থাকে, কেউ জানে না। সেই সুপ্ত প্রতিভার বিচ্ছুরণ কখন, কী ভাবে হবে, তাও কারোর হাতে হাতে না। কিন্তু যখন হয়, তখন সেটাও চাপা থাকে না। ঠিক যেমন ডুয়ার্সের এক লুকোন প্রতিভার খোঁজ পেয়েছে বলিউড। উত্তরবঙ্গ, তথা ডুয়ার্সে মেয়ে বলিউডে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তাও আবার খোদ আমির খানে (Amir Khan) বিপরীতে।!
পর্দায় গত বছরই আসার কথা ছিল আমির খানের 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha)-র। কিন্তু কোভিডের কোপে সেই ছবির মুক্তির দিনক্ষণ পিছিয়ে যায়। আমিরের প্রযোজনা সংস্থাই এই ছবি তৈরি করছে। যেখানে বলিউডের মহাতারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন ডুয়ার্স কন্যা সোনম রিকা।
আমিরের এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এলাকার মেয়ে তিন খানের একজনের ছবিতে অভিনয় করে আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়ার ডুয়ার্স জুড়ে।
উত্তরের পার্বত্য জেলা কালিম্পঙের ডুয়ার্সের নাগরাকাটা সংলগ্ন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার বাসিন্দা রাজেন তামাং ও রমলা তামাং। তাদের কন্যা সোনম রিকা এই সুযোগ পেয়েছে। আর এতেই খুশির মেজাজ গরুবাথান অঞ্চলে।
ঘরের মেয়ে আমির খানের সঙ্গে অভিনয় করছে, বৃহস্পতিবার এই খুশিতে সোনম রিকাকে এক অনুষ্ঠান করে সম্বর্ধনা দেওয়া হয়। স্থানীয় সমাজকর্মী মহেশ্বর প্রধান জানান, সোনম রিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।
নিজের কথায় সোনম রিকা জানান, ছোটবেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সফল হয়েছে। নিজের অভিনয় মেলে ধরে আরও দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এ দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনম থাপা, সঞ্জয় শর্মা, অগম রাই-সহ অন্যান্যরা।