Derailed Goods Train: আবারও এক ঘটনা! এনজেপি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি

Rony Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Sep 24, 2024 | 9:33 AM

Derailed Goods Train: এদিন স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।

Derailed Goods Train: আবারও এক ঘটনা! এনজেপি যাওয়ার পথে লাইনচ্যুত মালগাড়ি
এভাবেই লাইনচ্যুত হয় মালগাড়ি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: জলপাইগুড়ি ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। মঙ্গলবার আরও একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। এদিন স্টেশনে ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। মালগাড়িটি অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল।

জানা গিয়েছে, জলপাইগুড়ি ময়নাগুড়ি রেলস্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় মালগাড়িটি। অসম থেকে একেবারে এনজেপির দিকে যাচ্ছিল গাড়িটি। বেশ কয়েকটি বগি ছিটকে যায়। লাইন থেকে নেমে যায় চাকা। লাইনের ধারে যে বিদ্যুতের খুঁটি ছিল, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে ওই রুটে সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয়। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন।

দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হাইড্রা মেশিন ও জেসিবি নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সিগনালিংয়ের কোনও সমস্যা ছিল নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। জলপাইগুড়ি রানিনগর-সহ বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে।

কিছুদিন আগেই মালগাড়ির ২০টি কামরা ছিটকে যায় উত্তর প্রদেশের মথুরায়। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেন রেল আধিকারিকরা। গত মাসে মালদহের হরিশচন্দ্রপুর-২ ব্লকের কুমেদপুরের কাছে এনজিপি থেকে কাটিহার যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে পড়ে একটি মালগাড়ি। পাঁচটি বগি লাইনচ্য়ুত হয়।

Next Article