বিধ্বংসী আগুন সোনামুখীর জঙ্গলে, দাউ দাউ করে জ্বলছে গাছপালা
শুশুনিয়ার পর এবার ভয়াবহ আগুন বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে। আজ সন্ধ্যায় কেউ বা কারা সোনামুখী জঙ্গলে হঠাৎ এই আগুন লাগিয়ে দেয়।দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে সোনামুখী জঙ্গল।
তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি।