বিধ্বংসী আগুন সোনামুখীর জঙ্গলে, দাউ দাউ করে জ্বলছে গাছপালা

ঋদ্ধীশ দত্ত |

Jan 30, 2021 | 11:57 PM

শুশুনিয়ার পর এবার ভয়াবহ আগুন বাঁকুড়ার সোনামুখী জঙ্গলে। আজ সন্ধ্যায় কেউ বা কারা সোনামুখী জঙ্গলে হঠাৎ এই আগুন লাগিয়ে দেয়।দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে সোনামুখী জঙ্গল।

বিধ্বংসী আগুন সোনামুখীর জঙ্গলে, দাউ দাউ করে জ্বলছে গাছপালা
তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি।

Follow Us

Next Article