Malda: মালদহের সীমান্ত এলাকায় উত্তেজনা, দ্রুত বাহিনী মোতায়নের নির্দেশ শাহের

Sayanta Bhattacharya | Edited By: Avra Chattopadhyay

Mar 28, 2025 | 1:47 PM

Malda: জানা গিয়েছে, মোথাবাড়ি এলাকার অশান্তিতে সীমান্ত পরিচালনায় বেগ পেতে হচ্ছে BSF-কে। মালদহের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তির রেশ।

Malda: মালদহের সীমান্ত এলাকায় উত্তেজনা, দ্রুত বাহিনী মোতায়নের নির্দেশ শাহের
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

মালদহ: মালদহের মোথাবাড়ি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি। বৃহস্পতিবার থেকেই উত্তেজনা, সংঘর্ষে পারদ চড়েছে উত্তরবঙ্গের এই সীমান্তবর্তী অঞ্চলে। ইতিমধ্যে শাসকদলের বিরুদ্ধে ‘নীরব থাকার’ অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তি রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনার।

জানা গিয়েছে, মোথাবাড়ি এলাকার অশান্তিতে সীমান্ত পরিচালনায় বেগ পেতে হচ্ছে BSF-কে। মালদহের মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তির রেশ। সুকান্ত ঘনিষ্ঠদের দাবি, ওই এলাকায় আরও বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবারই, ‘সুকান্তর সেই আবেদন’ রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে সেই প্রসঙ্গে একটি পোস্ট করে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, ‘স্বরাষ্ট্রমন্ত্রককে অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ইতিমধ্যেই এলাকায় বিএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছেন।’

বিএসএফ সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রক তরফে তাদের জানানো হয়েছে যে মোট ৮৭ জন জওয়ানকে মোথাবাড়়ি-সহ আরও বেশ কিছু এলাকায়, যেখানে অশান্তির রেশ ছড়িয়েছে, সেখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, তাদের সহযোগিতার জন্য পুলিশবাহিনীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তাবাহিনীকে গোটা এলাকা টহল দিয়ে, কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।