AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

21 July Rally: ২১ শে জুলাইয়ের জন্য রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে বাস? TMC নেতা বললেন, ‘…আমি ক্ষমা চাইছি’

TMC 21 July Rally: তবে এত সবের পরও জেলাগুলি থেকে সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন একুশে জুলাই শহিদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। ফলত ভরসা শুধুই টোটো-ম্যাজিক কার। আরামবাগ বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুন অবস্থা।

21 July Rally: ২১ শে জুলাইয়ের জন্য রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে বাস? TMC নেতা বললেন, '...আমি ক্ষমা চাইছি'
কী বললেন তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2025 | 8:00 PM
Share

হুগলি: মাঝে একটা দিন। তারপর একুশে জুলাই। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। আর এবার তোড়জোড় আরও বেশি কারণ সামনের বিধানসভা ভোটের আগে এটাই শেষ একুশে জুলাই। যদিও, তৃণমূলের সভা নিয়ে আগেই শর্ত বেঁধে দিয়েছে কোর্ট। সোমবার ব্যস্ত দিন যাতে সাধারণের অসুবিধা না হয় সেই দিকে বারেবারে নজর দিতে বলেছেন বিচারপতি। তবে এত সবের পরও জেলাগুলি থেকে সাধারণ মানুষের একাংশ অভিযোগ করছেন একুশে জুলাই শহিদ সমাবেশের জন্য রাস্তা থেকে উধাও হয়ে যাচ্ছে বাস। ফলত ভরসা শুধুই টোটো-ম্যাজিক কার। আরামবাগ বাসস্ট্যান্ডে নিত্যযাত্রীদের করুন অবস্থা।

জানা যাচ্ছে, ১৮ জুলাই থেকে দূরপাল্লার বাস বন্ধ আরামবাগে। হাতে গোনা কয়েকটি লোকাল বাস চললেও রাস্তা থেকে দূরপাল্লার বাস চলাচল করছে না। যাত্রীবাহী বাসগুলিকে থেকে তুলে নেওয়া হয়েছে। কোথাও আবার গ্রামের ভিতর শাসকের পার্টি অফিসের সামনে পতাকা লাগিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আবার কোথাও কোথাও রাস্তার সাইডে বা নো পার্কিং জোনে সারিবদ্ধ ভাবে রাখা হয়েছে।

দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ আরামবাগ শহর থেকে বর্ধমান,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর সহ কলকাতা গামী গাড়িগুলিও রাস্তায় চলাচল করছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিরোধীদের অভিযোগ, চারদিন আগে থেকে রাস্তা থেকে যাত্রীবাহী বাসগুলি শাসকদল তুলে নিয়েছে। যার কারণে নিত্যযাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে এই নিয়ে মুখ খুলতেই চাইছেন না অনেকেই। সেলিম মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, “এইবার একুশে জুলাইয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া নেই। ১৮ তারিখ থেকে বাস তুলে নিয়ে প্রমাণের চেষ্টা যে এখনও মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। কিন্তু এই বাস তুলে নেওয়ার ফলে মানুষের অবস্থা শোচনীয়। সাধারণ মানুষ অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে। দু থেকে তিনটে লোকাল গাড়ি চলছে। শুধু আরামবাগ নয়, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় এই অবস্থা।” তবে জনসাধারণ মুখ না খুললেও বাস মালিক সংস্থা রাস্তা থেকে বাস তুলে নেওয়ার কথা স্বীকার করেছে।

আরামবাগের নেতা তৃণমূল রাজ্য সম্পাদক স্বপন নন্দী জানিয়েছেন দুর্ভোগের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। বলেন, “আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। তবে রাস্তায় অনেক বাস রয়েছে তো। মানুষ সভাস্থলে যাবেন কীভাবে? সেই জন্যেই তুলতে হচ্ছে।” বাস মালিক তরুণ সরকার বলেন, “গাড়ি তুলে নিচ্ছে তো। হঠাৎ হঠাৎ করে রাস্তা থেকে যাত্রীদের নামিয়ে বাস নিয়ে চলে যাচ্ছে।”