Coromandel Express News: ঘরে অর্থাভাব, করমণ্ডলে চড়তেই করুণ পরিণতি হরিপালের আদিবাসী পঞ্চপাণ্ডবের

Coromandel Express News: এলাকার যুবকদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিস্তব্ধ গোটা গ্রাম। দুর্ঘটনার ভয়াবহতা জানতে পেরে আঁতকে উঠেছে গোপাল-তাপসদের পরিবারের সদস্যরা।

Coromandel Express News: ঘরে অর্থাভাব, করমণ্ডলে চড়তেই করুণ পরিণতি হরিপালের আদিবাসী পঞ্চপাণ্ডবের
চিন্তা বাড়ছে হরিপালে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2023 | 2:35 PM

হুগলি: কেরলে প্লাইউডের কাজের জন্য ঘর ছেড়েছিলেন হুগলির তিন যুবক। কিন্তু, কে জানত রাস্তাতেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ! কে জানত রাস্তাতেই খেলনা গাড়ির মতো ভেঙে টুকরো টুকরো হয়েছে যাবে করলমণ্ডল এক্সপ্রেস! কে জানত প্রাণযাবে তাঁদেরই প্রায় আড়াইশোর বেশির সহযাত্রীর! একটি সূত্রে খবর, অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে (Coromandel Express News) ছিলেন হুগলির হরিপাল থানার পানিশেওলা গ্রামের রোহিত হেমব্রম, অতনু কিস্কু, গোপাল হেমব্রম-সহ মোট ৫ যুবক। তবে দলে মোট কতজন ছিলেন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। সূত্রের খবর, প্রত্যেকেই যাচ্ছিলেন কেরলে প্লাইউডের কাজ করতে। সূত্রের খবর, এদের মধ্যে গোপাল হেমব্রমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এলাকার যুবকদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিস্তব্ধ গোটা গ্রাম। দুর্ঘটনার ভয়াবহতা জানতে পেরে আঁতকে উঠেছে গোপাল-তাপসদের পরিবারের সদস্যরা। গতকাল রাত একটা নাগাদ দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। ঘটনায় অতনু কিস্কুর বাবা-মা বলেন, “ছেলের সঙ্গে এলাকার আরও তিন যুবক এক বছরের জন্য প্লাইউডের কাজ করতে কেরলে যাচ্ছিল। একটু বেশি আয়ের জন্য কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজের খোঁজ করছিল। কাজটা পেয়েছিল। তারমধ্যে এসব হয়ে গেল।”

অতনু-সহ এলাকার আরও তিন যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানতে পেরেছেন তারা। এখনও পর্যন্ত একবারই ফোনে কথা বলতে পেরেছেন ছেলের সঙ্গে। সূত্রের খবর, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে একবারই দেখা করতে দেওয়া হচ্ছে তাঁদের পরিবারে সদস্যদের। এদিকে অতনুর খোঁজ খানিক মিললেও বাকি বাকিদের অবস্থার বিষয়ে বিশদে কিছু জানতে পারা যাচ্ছে না। তাতেই আরও বাড়ছে চিন্তা।