Singur: কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনই সিঙ্গুরে এক ঝাঁক বিজেপি কর্মীর যোগ তৃণমূলে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 02, 2022 | 1:26 PM

Singur: এদিন সিঙ্গুর-২ আঞ্চলিক তৃণমূল-কংগ্রেস কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মাঝির উপস্থিতিতে তৃণমুলের পতাকা হাতে তুলে নেন প্রায় ১৫ বিজেপি কর্মী সমর্থক।

Singur: কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীনই সিঙ্গুরে এক ঝাঁক বিজেপি কর্মীর যোগ তৃণমূলে
ছবি - বিজেপিতে ভাঙন

Follow Us

সিঙ্গুর: নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলা, একের পর এক মামলায় অস্বস্তিতে শাসক দল। লাগাতার তোপ দেগে চলেছে বিজেপি (BJP) সহ সমস্ত বিরোধীরা। এদিকে বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তাঁর আগে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষই। এদিকে বৃহস্পতিবার রাতে সিঙ্গুরের (Singur) নসিবপুরে পথসভাতে যোগ দেন কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার প্রতিমন্ত্রী সত‍্যসিং পাল বাঘেল। এই মঞ্চ থেকেই সংগঠনিক মজবুতির উদ্দেশে এলাকার কর্মীদের উদ্দেশে ভাষণও দেন। এদিকে তিনি যখন দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন তখনই সিঙ্গুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর গ্রামের বিজেপি কর্মী সমর্থকরা দল ছেড়ে তৃণমূলে নাম লেখালেন। যা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে বাংলার রাজনৈতিক মহলে।  

সূত্রের খবর, এদিন সিঙ্গুর-২ আঞ্চলিক তৃণমূল-কংগ্রেস কমিটির সভাপতি কার্তিক চন্দ্র মাঝির উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন প্রায় ১৫ বিজেপি কর্মী সমর্থক। অন্যদিকে আরও ৬০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করার জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিকে পঞ্চায়েত ভোটের মুখে এই দলবদল জেলা বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ। 

এদিকে দলত্যাগী বিজেপি কর্মীদের দাবি, এলাকার কোনও উন্নয়নমূলক কাজই করেনা পদ্ম শিবির। ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যদের মধ্যে কোনও উদ্যোগও দেখা যায় না বলে তাঁদের অভিযোগ। উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাঁদের এই দলত্যাগ বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তাঁরা। যদিও বিজেপির দাবি এতে তাঁদের দলের বিশেষ কোনও ক্ষতিই হবে না। স্থানীয় বিজেপি নেতা তারাপদ ঘোষ বলেন, “দলের কোনও কার্যকর্তা দলত্যাগ করেনি। দু-চারজন সমর্থক হয়তো তৃণমূলে যোগ দিয়েছেন। ওই এলাকায় পঞ্চায়েত সদস্য বিজেপির। তাই তৃণমুল ওখানে কোনও কাজ, বা উন্নয়ন করতে দিচ্ছে না। তবে এই দলবদলে দলের কোনও ক্ষতি হবে না।”

অন্যদিকে সিঙ্গুর ২ নম্বর আঞ্চলিক কমিটির তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র মাঝি জানান, “সিঙ্গুর ২ নম্বর পঞ্চায়েতের মল্লিকপুর ও নতুন বাজারে দুজন বিজেপি সদস‍্য আছে। কিন্তু তাঁরা কোন কাজ করেন না। মানুষের কাছে যায় না। তার ফলে বিজেপি কর্মীরা দলে দলে মমতার উন্নয়নের জন‍্য তৃণমূলে যোগদান করছেন।”

Next Article