তারকেশ্বর: বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Election)। সলতে পাকানোর কাজটা বিগত কয়েক মাস আগেই শুরু হয়ে গিয়েছে। শেষবেলায় বাজিমাত করতে আসরে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সব শিবিরের লোকজনও। কিন্তু, ভোট যাঁরা করাবেন তাঁরা কী অবস্থায় আছেন? কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? তারই যেন জল মাপার কাজটা শুরু হয়ে গেল বছরের শেষে। ইভিএমে ভোট গ্রহণকারীদের সচেতন করার কাজ ও প্রশিক্ষণ শুরু হয়ে গেল জেলার বিভিন্ন ব্লকে। সোজা কথায়, ডিসেম্বরেই বেজে গেল লোকসভা ভোটের দামামা।
এদিন এরকমই একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর ব্লকের তিনটি স্কুলে চলে শিবির। যাঁরা ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বে থাকবেন তাঁদের নিয়েই চলে এই শিবির। কীভাবে নেওয়া হবে ভোট, কীভাবে অপারেট করা হবে ইভিএম, বুথে কোনও সমস্যা হলে, ইভিএম খারাপ হয়ে গেলে কী করতে হবে সবই এদিন হাতেকলমে বোঝানো হয় বলে খবর। দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ।
তারকেশ্বরের বিডিও সীমা চন্দ্র বলছেন, চব্বিশ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এদিন এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ব্লকেই এই কাজ চলছে। চন্দনগর থেকে ইভিএম এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাঁরা ভোট নেবেন তাঁদেরই মূলত হাতেকলমে এদিন গোটা কাজটা বোঝানো হয়। ভোটের সময় যাতে আলাদা করে তাঁরা কোনও সমস্যার মধ্যে না পড়েন সেদিকটায় নজর রাখা হচ্ছে। আগামীতেও চলবে এই কাজ।