শ্রীরামপুর: ঝকঝক করছে পিচের রাস্তা। নিত্যদিন গাড়িও চলে। মাত্র দু’বছর হয়েছে রাস্তাটির সংস্কার হয়েছে। এরমধ্যেই দেখা খাবলা-খাবলা করে উঠে গিয়েছে পিচ। এমনকী হাত দিয়ে টানলেই পিচ উঠে চলে আসছে। ফলত এলাকাবাসী অভিযোগ করছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলেই এমন বিপত্তি। ইতিমধ্যেই বিষয়টিকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি।
শ্রীরামপুর চন্ডীতলা রোডের শ্রীরামপুর পিয়ারাপুরের বেলু মিল্কি এলাকার ঘটনা। শ্রীরামপুর পিয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চণ্ডীতলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। সম্প্রতি রাস্তা সংস্কার শুরু হয়। পুরনো রাস্তা খানা খন্দে ভরাট। পিচের চাদর পাতার কাজ শুরু হয়।
এরপর আজ বেলু মিল্কি এলাকার বাসিন্দারা দেখেন রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে।হাত দিয়ে টান দিলেই চাঙ-চাঙ পিচ উঠে আসছে। স্থানীয় বিজেপি কর্মীরা এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিজেপির শ্রীরামপুর মণ্ডল ১ এর সহ-সভাপতি অরুণ দাস বলেন, “২৬ কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছিল।সেই রাস্তা ভেঙেচুড়ে যায়। গত কয়েকদিন ধরে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এখন দেখা গেল পিচ হাতে চলে আসছে। আসলে পিচের রাস্তা ঝুড়ো হয়ে গেছে। যেখানে চিপিং করার কথা ছিল সেগুলো প্লেন করে রাখা হয়েছে। ফলে দূর্ঘটনা বাড়তে পারে।আমরা চাই রাস্তার ভাল মানের রাস্তা হোক। মানুষের জন্য রাস্তা হোক।” হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলেন, “আসলে খুব ব্যস্ত রাস্তা। সারাক্ষণই গাড়ি যাতায়াত করছে। তৈরি হওয়ার পর অন্তত বিশ্রাম দেওয়া উচিৎ ছিল রাস্তাটিকে। সে সব না করে ওই খানে বিজেপির কয়েকজন আজ প্রতিবাদ করেছে।”