হুগলি: এক যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তাঁরই ভগ্নীপতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দেশরা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার তাজপুর গ্রামে গুলিবিদ্ধ হন ওই যুবক। আক্রান্ত যুবককে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম দিলীপ দোলুই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক দিলীপের বাড়ি বাঁকুড়ার তাজপুর গ্রামে। এদিকে, অভিযুক্ত ভগ্নীপতি চিন্ময় মালিকের বাড়ি আরামবাগের কলিপুরে। দুজনের মধ্যে পারিবারিক একটি ইস্যু নিয়ে সমস্যা ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দশটা নাগাদ তাজপুরে গুলিবিদ্ধ হন দিলীপ দোলুই নামে ওই ব্যক্তি। বাজার সেরে হেঁটেই ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই এক ব্যক্তি পিছন এসে গুলি করেন। রক্তাক্ত লুটিয়ে পড়েন দিলীপ। গুলি এফোঁড় ওফোঁড় হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দিলীপের পরিবারের সদস্যরা ভগ্নীপতির বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা, সম্পত্তিগত কোনও বিবাদ নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।