আরামবাগ: রাতের অন্ধকারে অজানা জন্তুর হানা। আর সেই আতঙ্কে কাঁপছে কয়েকটি গ্রামের মানুষজন। সন্ধ্যা নামলেই এমনকি দিনের বেলাতেও আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। আরামবাগের গৌরহাটি-২ ও সালেপুর-২নং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে অজানা জন্তুর আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে ভয়ঙ্কর দেখতে হিংস্র একটি জন্তু এলাকায় হানা দিচ্ছে। তারপর ছাগলের গলা বা শরীরে বিভিন্ন অংশ খুবলে মেরে ফেলছে। এই ঘটনা ইতিমধ্যেই প্রায় ১৫-২০ টি ছাগল মারা গিয়েছে। মৃত্যু হয়েছে একটি বাছুরেরও। কারও কারও দাবি, ওই জন্তুটি হায়না। আবার কেউবা ভালুকের মতো দেখতে বলে জানিয়েছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বেরোতেই ভয় লাগছে। পরিস্থিতি খুব খারাপ। দরজা জানালা সবসময়ে বন্ধ রাখতে হচ্ছে। কেউ কেউ দেখেছে। লোমশ, বেশ বড় আকারের। অন্ধকার থাকার ভাল করে বিষয়টা বুঝতেও পারেনি কেউ।”
এ বিষয়ে আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম বলেন, “বিষয়টি খতিয়ে দেখার জন্য এলাকায় দল পাঠানো হচ্ছে। যদি গ্রামবাসীদের বর্ণনা সঠিক হয়, তাহলে সেটি হায়না বা ভারতীয় নেকড়েও হতে পারে।” তবে প্রাথমিক তদন্ত ছাড়া কোন কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।