Arambag: দলেরই কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূলের মহিলা প্রধান

Tanmoy Bairagi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 06, 2024 | 10:41 PM

Arambag: প্রধানের বয়ান অনুযায়ী,  শুক্রবার বিকালের পর তিনি এলাকা উন্নয়ন নিয়ে ও মানুষের কথা শুনতে ওই এলাকায় হাজির হন। মানুষের সঙ্গে কথা বলার সময়ে কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ দিতে থাকেন।

Arambag: দলেরই কর্মীদের হাতে আক্রান্ত তৃণমূলের মহিলা প্রধান
আক্রান্ত প্রধান
Image Credit source: TV9 Bangla

Follow Us

আরামবাগ: তৃণমূলের মহিলা প্রধানকে মারধরের অভিযোগ উঠল। আরামবাগ থানায় অভিযোগ দায়ের হল। গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে মারধর করার পাশাপাশি তীব্র হেনস্থা করার অভিযোগ উঠল দলেরই লোকজনের বিরুদ্ধে।  শুক্রবার বিকালে আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের আমগ্রাম এলাকার ঘটনা।
আক্রান্ত মহিলা প্রধানের নাম জুলেখা বেগম। তিনি আরামবাগের হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার পরেই অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। আক্রান্ত ওই মহিলা প্রধান দোষীদের শাস্তির দাবিতে আরামবাগ থানার দ্বারস্থ হন। ইতিমধ্যেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রধানের বয়ান অনুযায়ী,  শুক্রবার বিকালের পর তিনি এলাকা উন্নয়ন নিয়ে ও মানুষের কথা শুনতে ওই এলাকায় হাজির হন। মানুষের সঙ্গে কথা বলার সময়ে কয়েকজন তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজ দিতে থাকেন। তিনি  প্রতিবাদ করায় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তাঁকে মারধর করে ঠেলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।  তিনি আহত হন। অভিযুক্তরা আবার তৃণমূলেরই কর্মী সমর্থক বলে দাবি করেছেন প্রধান। সেক্ষেত্রে একটি গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ও উঠে আসছে।  পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে। এই নিয়ে এখনও পর্যন্ত প্রধান ছাড়া তৃণমূলের কোনও নেতা প্রতিক্রিয়া দেননি। তবে বিষয়টিকে ইস্যু করেছে বিজেপি।

বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, “এই আসলে বখরার লড়াই। উন্নয়ন মানে দুর্নীতি। যাঁরা টাকার ভাগ পাচ্ছেন, তাঁরা বলছেন উন্নয়ন করছি। আর যাঁরা টাকার ভাগ পাচ্ছেন না, তাঁরা বাধা দিচ্ছেন। এই তৃণমূলে চলতেই থাকবে।”

Next Article