অবন্তিকা প্রামাণিক
Dec 07, 2021 | 4:05 PM
স্বাস্থ্যকর্মীর মর্যাদা, প্রাপ্য ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবিতে আরামবাগ হাসপাতাল মোড়ে আরামবাগ কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করল আশাকর্মীরা।
আরামবাগ মহকুমা ৬ টি ব্লকের কয়েক হাজার আশাকর্মী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পরে পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে দেয়। পরবর্তীতে আসা কর্মীরা আরামবাগ মহুকুমা হাসপাতাল সুপারকে স্মারকলিপি দেয়।
আশা কর্মীদের অভিযোগ - তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত আছেন। তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তাদের ২৪ ঘন্টা ডিউটি করালেও প্রাপ্য সম্মান পাচ্ছেন না।
ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর আরামবাগ থানার পুলিশ গিয়ে পথ অবরোধ তুলে দেয়।