সিঙ্গুর: গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছে ব্যালট বাক্স। কিন্তু যে ব্যালট বাক্সের মুখ গালা দিয়ে সিল থাকার কথা তা রয়েছে খোলা। এ নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন সেখানে কর্মরত সরকারি কর্মীরা। ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, “সিঙ্গুর ডিসিআরসি-তে জনগণ পাহাড়া দিচ্ছে। লুট এখনও হয়নি। সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতে নাতে ধরা পড়েছে। পোলিং অফিসারের কাছে কোনও জবাব নেই। রুল বুক মেনে চলাক কথা বলা হয়েছে। নির্বাচনী আধিকারিকরা কেবল কালীঘাটের নির্দেশ মেনে চলে।”
সেলিমের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ছবি। সেখানে রাখা ব্যালট বাক্সের কাপড়ের মুখ খোলা। আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কেন সেই বাক্সের কাপড়ের মুখ খোলা, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন সেখানে কর্মরত সরকারি কর্মীরা।
#PaharayPublic at Singur DCRC.
Loot is not yet completed. Attempt to reopen sealed ballot box caught red handed. Poll official has no answer.
Activists asking SEC to follow rule book. SEC is only following instructions from Kalighat. pic.twitter.com/DtQew6lBkY— Md Salim (@salimdotcomrade) July 9, 2023
এ বিষয়ে সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, “গত কাল রাত ১১টা নাগাদ আমার ছিলাম DCRC তে। তখন কালিয়াড়া ৫৮ নম্বর স্টেশনের ব্যালট বাক্স কাউন্টারে আসে। এই বুথটিতে সিপিআইএমের শক্তি স্বাধীনতার সময় থেকে অটুট। কিন্তু আমরা দেখলাম এই ব্যালট বাক্সের উপরের কাপড়ের যে সিল তা কাটা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলে পুনরায় সিল করা হয়।” ওই সিপিএম নেতা আরও বলেছেন, “নির্বাচনে জালিয়াতির কথা আমরা প্রথম থেকে বলে এসেছি। ভোটের পরও সেই চেষ্টা চলছে। কিন্তু আমরা অতন্দ্র প্রহরা দিচ্ছি।” সিপিএমের এই অভিযোগকে সমর্থন করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বও। ঘটনার তদন্তও দাবি করেছেন, সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার সুকান্ত বর্মণ।
যদিও সিপিএম ও বিজেপির অভিযোগকে মিথ্যা বলেছেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা। তিনি বলেছেন, “সোশ্যাল মিডিয়াযর ভিডিয়োর বিষয়ে জানি না। যদি কিছু ভুল হয় তার জন্য কোনও রাজনৈতিক দল দায়ী নয়। সেটা ভোট কর্মীদের বিষয়। সিঙ্গুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনও অশান্তি হয়নি। ভোটে সিপিএম, বিজেপির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই তাদের পায়ের তলার মাটি নেই। সে কারণেই এ ধরনের অভিযোগ করছে।”
এ বিষয়ে সিঙ্গুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, কাউন্টারে ভোট কর্মীদের থেকে ব্যালট বাক্স বুঝে নেবার সময় যে কাপড় দিয়ে মোড়া ছিল ব্যালট বাক্সে, সেটা খুলে গিয়েছিল। বাক্সের সিল কোনও রকম ভাবেই খোলা ছিল না বলে জানানো হয়েছে।