Hooghly: ৮৫ হাজার টাকা নেবে না, পুজোর মুখেও ফেরানো চলছে পুজোর অনুদান

Ashique Insan | Edited By: সায়নী জোয়ারদার

Sep 28, 2024 | 6:46 PM

Durgapuja: তিলোত্তমার বিচার চেয়ে নাগরিক সমাজ পথে নেমেছে। নিজেদের মতো করে প্রতিবাদ করছেন সকলেই। হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দু'টি পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনীর নাম।

Hooghly: ৮৫ হাজার টাকা নেবে না, পুজোর মুখেও ফেরানো চলছে পুজোর অনুদান
অনুদান ফেরাল আরও এক পুজো কমিটি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: পুজোর অনুদান ফেরানো চলছেই। আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার অনুদান ফেরাল বৈদ্যবাটির পুজো কমিটি। পুজো যত এগিয়ে আসছে, আরজি কর ঘটনার প্রতিবাদে দুর্গাপুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যানের তালিকা দীর্ঘ হচ্ছে।

তিলোত্তমার বিচার চেয়ে নাগরিক সমাজ পথে নেমেছে। নিজেদের মতো করে প্রতিবাদ করছেন সকলেই। হুগলির উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দু’টি পুজো কমিটি অনুদান নেবে না বলে ঘোষণা করেছে আগেই। এবার সেই তালিকায় জুড়ল বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনীর নাম।

১৯৩৬ সাল থেকে এই পুজো চলে আসছে। গত বছর সরকারি অনুদানের ৭০ হাজার টাকা নিয়েছিল এই পুজো কমিটি। তবে এবার আর অনুদানের ৮৫ হাজার টাকা নিচ্ছে না তারা। শ্রীরামপুর মহকুমা শাসক ও শ্রীরামপুর থানায় চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে পুজো কমিটির তরফে।

কমিটির মহিলা সদস্য সবিতা চট্টোপাধ্যায় জানান, এর সঙ্গে অনেকেই রাজনীতিতে মিলিয়ে দিচ্ছেন। তবে এখানে রাজনীতির কোনও জায়গাই নেই। আরজি করের ঘটনার প্রতিবাদে এই অনুদান ফেরানো হয়েছে।

পুজো কমিটির সভাপতি বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়ও বলেন, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আর যাতে তা না ঘটে তার জন্য অনুদান নিচ্ছেন না তাঁরা। পুজো কমিটির সম্পাদক সলিল চট্টোপাধ্যায় জানান, কমিটির সকলে বৈঠক করেছিলেন সরকারি অনুদান নিয়ে। সেখানেই সকলে মত দেন, এবার অনুদান নেওয়া হবে না। এরপরই সিদ্ধান্ত হয় অনুদান প্রত্যাখ্যান করা হবে।

Next Article