হুগলি: বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনের মেলায় আগুন। ভস্মীভূত একাধিক দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা। দুদিন পর বড়দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ। প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার সাতটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। ছোটোদের খেলনা, ইমিটেশান, চশমা, চুরি মনোহারির দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত একটা দশ নাগাদ আগুন লাগে। স্থানীয় কালীতলা জেলেপাড়ার বাসিন্দারা জল দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে থাকতে পারে দ্রুত। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়া থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
বৃহস্পতিবার চুঁচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল, চার নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করেন। অনিন্দিতা জানান, প্রতি বছর বড়দিন উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয় ব্যান্ডেল চার্চে। মেলা বসে। বেচাকেনা ভালোই হয়। ঋণ নিয়ে দোকান সাজান বিক্রেতারা। সেই দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরাষ
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ২৩ তারিখ সিসি ক্যামেরা বসানোর কথা তার আগেই এই আগুন। নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছেন. তা তদন্ত করুক পুলিশ। স্বপন নাথ, জিতেন কর্মকার, ভুবন শিকারী, সুকুমার মণ্ডল, দেবু মণ্ডলদের মত দোকানদারদের।
জিতেন জানিয়েছেন, গত পঁচিশ বছর ধরে খেলনার দোকান করেন। বড় দিনের জন্য কলকাতা থেকে লক্ষাধিক টাকার খেলনা তোলেন। সব পুড়ে শেষ।