Bandel Station Closed: শুক্রবার থেকে তিন দিন বন্ধ ব্যান্ডেল স্টেশন, কোন কোন ট্রেন বাতিল? জানুন

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 27, 2022 | 10:36 AM

Bandel Station Closed: লাইন সম্প্রসারণ ও ইন্টারলকিং সিস্টেমে পরিবর্তন আনার জন্যই বন্ধ রাখা হচ্ছে এই স্টেশন।

Bandel Station Closed: শুক্রবার থেকে তিন দিন বন্ধ ব্যান্ডেল স্টেশন, কোন কোন ট্রেন বাতিল? জানুন
তিন দিন বন্ধ ব্যান্ডেল

Follow Us

ব্যান্ডেল : লোকাল ট্রেন হল বাংলার লাইফলাইন। প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষের কর্মস্থলে যাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হল এই লোকাল ট্রেন। আর শুক্রবার থেকে সেই সব যাত্রীদের দুর্ভোগ শুরু, যাঁরা ব্যান্ডেল স্টেশনের ওপর দিয়ে বা ব্যান্ডেল স্টেশন থেকে যাতায়াত করেন। গত কয়েকদিন ধরেই কাজের জন্য স্টেশন আংশিক বন্ধ রাখা হয়েছিল। আর শুক্রবার থেকে একটানা তিন দিনের জন্য বন্ধ থাকছে এই স্টেশন। একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। বাতিলও করা হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন।

কেন বাতিল ট্রেন?

রেল সূত্রে আরও জানা গিয়েছে, ব্রিটিশ আমলের ‘রুট রিলে ইন্টারলকিং সিস্টেম’ বাতিল করা হবে। চালু হবে ইআইএস। অর্থাৎ আগে যা ছিল ম্যানুয়াল এবার সেটাই পুরোপুরি ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে হবে। এর জেরে ট্রেনের গতি বাড়বে ও অনেক বেশি ট্রেন চালানো যাবে বলে রেল সূত্রে দাবি করা হয়েছে। এ ছাড়া, মগরা পর্যন্ত থার্ড বা তৃতীয় লাইন সম্প্রসারণের কাজও হবে।

কোন কোন ট্রেন বাতিল?

২৭ ও ২৮ মে বাতিল ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস

২৮ ও ২৯ মে বাতিল হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস

২৭ ও ৩০ মে বাতিল হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস

২৭, ২৮ ও ২৯ মে বাতিল শিয়ালদহ- হাটেবাজারে এক্সপ্রেস

২৭ ও ২৮ মে বাতিল নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস

২৭ থেকে ৩০ মে বাতিল মালদহ- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস

২৮ মে- বাতিল কামাখ্যা-পুরী এক্সপ্রেস

২৭ ও ৩০ মে- বাতিল হাওড়া কাটিহার এক্সপ্রেস

২৭ ও ২৮ মে- বাতিল কলকাতা- যোগবাণী এক্সপ্রেস

৩০ মে- বাতিল শিয়ালদহ- মালদা গৌড় এক্সপ্রেস

২৭ -২৮ – বাতিল শিয়ালদহ- কামাখ্যা সামার স্পেশাল এক্সপ্রেস

২৭- বাতিল নিউ জলপাইগুড়ি -কলকাতা এক্সপ্রেস

২৮- ২৯ বাতিল গুয়াহাটি- কলকাতা স্পেশাল এক্সপ্রেস

২৭ মে- বাতিল জলপাইগুড়ি -শিয়ালদহ সামার স্পেশাল এক্সপ্রেস

লোকাল ট্রেন পাবেন কোথা থেকে?

লোকাল ট্রেন পাওয়ার ক্ষেত্রেও চরম সমস্যার মুখোমুখি হতে হবে যাত্রীদের। ব্যান্ডেল ছাড়াও হুগলি, সপ্তগ্রাম, বাঁশবেড়িয়া স্টেশনও বন্ধ থাকবে। হাওড়াগামী ট্রেন চালানো হবে চুঁচুড়া থেকে। বর্ধমানগামী ট্রেন যাবে মগরা থেকে, কাটোয়াগামী ট্রেন চলবে ত্রিবেণী থেকে। অর্থাৎ ওই সব রুটে যেতে গেলে ব্যান্ডেল থেকে কয়েক কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে ট্রেনে যেতে হবে।

Next Article