West Bengal Panchayat Election Result: জিতে যাওয়া প্রার্থীদের মুচলেকা লিখিয়ে বের করে দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তারকেশ্বরে

Sanath Majhi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 11, 2023 | 11:52 PM

West Bengal Panchayat Election Result: বিরোধীদের অভিযোগ, কেউ জিতেছেন ১০০ ভোটে আবার কেউ ৫০ ভোটে। পুলিশের সামনেই তাঁদের মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে যে তাঁরা পরাজিত।

West Bengal Panchayat Election Result: জিতে যাওয়া প্রার্থীদের মুচলেকা লিখিয়ে বের করে দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ তারকেশ্বরে
হুগলিতে বিজেপি প্রার্থীর অভিযোগ

Follow Us

হুগলি: জেতার পরও জোর করে লিখিয়ে নিচ্ছে, মেরে হাত ফাটিয়ে দিচ্ছে। গণনা কেন্দ্র ঘিরে ফেলেছে পঞ্চায়েত এলাকার বাইরের ছেলেরা। এমনই অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর বালিকা বিদ্যালয়ের বুথে সিপিএম ও বিজেপি প্রার্থীরা এমনই অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে তাঁদের। যদি পুরো অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে তারকেশ্বরে। পুলিশও নিষ্ক্রিয় ছিল বলে দাবি বিরোধী প্রার্থীদের।

বিরোধীদের অভিযোগ, কেউ জিতেছেন ১০০ ভোটে আবার কেউ ৫০ ভোটে। পুলিশের সামনেই তাঁদের মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে যে তাঁরা পরাজিত। লিখতে না চাইলে তাঁদের মারধর করা হচ্ছে। পুলিশের সামনেই তাঁদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন প্রার্থীরা।

বিজেপি প্রার্থী অমর মণ্ডল বলেন,  “আমরা জিতে যাচ্ছি। আমাদের জোর করে লিখিয়ে নিচ্ছে। লিখতে না চাইলে মারধর করছে।” তাঁর দাবি, পুরসভা এলাকার ছেলেরা এসে এসব করছে। তিনি আরও বলেন, “তৃণমূলের ছেলেরা গণনাকেন্দ্র দখল করে নিয়েছে। কার কাছে অভিযোগ জানাব? কেন্দ্রীয় বাহিনীও কিছু করতে পারছে না। প্রশাসন বলেও কিছু নেই।”

তৃণমূল প্রার্থী আশিস সামন্ত বলেন, “এগুলো একদম বাজে কথা। তারকেশ্বরে এমনটা হয় না।” ভোটও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন তিনি।

Next Article