BJP: দেওয়াল লিখন ‘মুছে’ দিতেই তৃণমূল নেতার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেত্রীর

Tanmoy Bairagi | Edited By: জয়দীপ দাস

Jan 11, 2024 | 9:25 PM

BJP: গোঘাটের বিজেপি নেত্রী দোলন রায়ের অভিযোগ, কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর বুথের জয়ী প্রার্থী সমীর মুদির এলাকায় বিজেপির একটি দেওয়াল লেখা ছিল। সেই দেওয়াল তৃণমূলের লোকজন মুছে দিয়েছে।

BJP: দেওয়াল লিখন ‘মুছে’ দিতেই তৃণমূল নেতার হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
বিজেপি নেত্রী দোলন রায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

গোঘাট: গোঘাটের কুমারগঞ্জে বিজেপির দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা। বেলুন দিঘীরপাড় এলাকায় পথ অবরোধ ও মিছিল। পথ অবরোধ তুলতে গোঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত বেলুনদিঘি এলাকায়। অভিযোগ, বিজেপির দখলে থাকা দেওয়ালের লেখা মুছে দিয়েছে তৃণমূল। তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাতে দেখা যায় পদ্ম শিবিরকে। 

গোঘাটের বিজেপি নেত্রী দোলন রায়ের অভিযোগ, কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর বুথের জয়ী প্রার্থী সমীর মুদির এলাকায় বিজেপির একটি দেওয়াল লেখা ছিল। সেই দেওয়াল তৃণমূলের লোকজন মুছে দিয়েছে। দোলন দাস বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেছি। আমাদের কাছে ভিডিও আছে ওই সময়ের। কোন তৃণমূল নেতা এই কাজ করেছে তারও প্রমাণ রয়েছে। কড়া হুশিয়ারিও দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা একদিনের মধ্যে ফের দেওয়াল লিখে না দেওয়া হলে অভিযুক্ত তৃণমূল নেতার হাত কেটে ফেলা হবে। 

দোলনের হুঁশিয়ারি, তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওই দেওয়াল আবার লেখা না হলে, দোষী উপযুক্ত শাস্তি না পেলে তাহলে যে হাত দিয়ে ও দেওয়াল মুছেছে সেই হাত কেটে ওর অন্য হাতে ধরিয়ে দেব। যদিও অভিযোগ উড়িয়েছে ঘাসফুল শিবির। কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সদরুদ্দোজা রাহুল বলেন, আমাদের দলীয়ভাবে দেওয়াল ঘিরে রাখার নির্দেশ ছিল। বাড়ির মালিকের নির্দেশ নিয়ে দেওয়াল ঘেরার কাজ শুরু হয়েছে। সেই অনুমতি নিয়েই তৃণমূল কংগ্রেস কর্মীরা দেওয়াল ঘিরেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

Next Article