Agnimitra Paul: গরু পাচারের অভিযোগ, দিল্লি রোডে লরি আটকে পুলিশকে তীব্র ভর্ৎসনা অগ্নিমিত্রার

Sanath Majhi | Edited By: অংশুমান গোস্বামী

Feb 27, 2023 | 7:58 AM

Cow Smuggling: গরুগুলিকে অবৈধ ভাবে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। পুলিশ এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি।

Agnimitra Paul: গরু পাচারের অভিযোগ, দিল্লি রোডে লরি আটকে পুলিশকে তীব্র ভর্ৎসনা অগ্নিমিত্রার
গরুবোঝাই লরি আটকে পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রা পলের

Follow Us

চণ্ডীতলা: লরিতে করে অবৈধ ভাবে গরু পাচার হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল। রবিবার বিকালে বর্ধমান থেকে কলকাতা ফিরছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। সে সময়ই গরু বোঝাই একটি লরি দেখতে পান তিনি। তা দেখেই ওই লরির পথ আটকান তিনি। ওই লরির চালকের কাছে গরু নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখতে চান অগ্নিমিত্রা। কিন্তু তাঁর অভিযোগ, ওই লরির চালক বৈধ কাগজ দেখাতে পারেননি। উল্টে কাগজ দেখতে চাওয়ায় লরির চালক ও লরিতে থাকা অন্যরা লরি ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ তাঁর। ঘটনাস্থল থেকেই তখন পুলিশকে ফোন করেন তিনি। তার পর ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান বিজেপির এই বিধায়ক। রবিবার হুগলি জেলার চণ্ডীতলার কাপাসারিয়ায় ঘটেছে এই ঘটনা।

বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুর রোডে একটি গরু বোঝাই ট্রাক আটকান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর অভিযোগ, গরু বোঝাই ট্রাক দাঁড় করিয়ে বৈধ কাগজ পত্র দেখতে চাইলে গাড়ি ছেড়ে পালায় চালক সহ বাকিরা। গরুগুলিকে অবৈধ ভাবে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা। পুলিশ এলে পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি। তাঁর অভিযোগ, পুলিশ তোলা তুলতে ব্যস্ত, আর প্রশাসনের নাগের ডগা দিয়ে চলছে পাচার। মুখ্যমন্ত্রীর থেকে এর জবাব দিহিও চেয়েছেন অগ্নিমিত্রা। এ বিষয়ে তিনি বলেছেন, “পুলিশ, প্রশাসন সবাই পাচারের সঙ্গে জড়িত। সব সেটিং করা আছে। পুলিশ এখন চোর-ডাকাত ধরে না। তোলা তোলে। বার বার এ জিনিস হচ্ছে কেন। দুমাস আগে বর্ধমানেও ধরেছিলাম। গরু, মেয়ে, সোনা, পাথর, কয়লা সব থেকে পুলিশ টাকা খাবে? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে।”

এ নিয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমুল সভানেত্রী রুনা খাতুন বলেছেন, “এক জন বিধায়ক হয়ে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করে কাগজ দেথতে চাইছেন। উনি কি ট্রাফিক পুলিশের কাজও করছেন? আসলে তিনি সস্তার রাজনীতি করতে চাইছেন। উনি যে অশ্লীল অঙ্গিভঙ্গি করছেন তা এক জন বিধায়ককে মানায় না।”

Next Article