বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে

সৈকত দাস |

Mar 17, 2021 | 12:10 AM

বাড়ির ফেরার পথে গুলিবিদ্ধ বিজেপি (BJP) কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে, ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ

বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগের তির তৃণমূলের দিকে
প্রতীকী চিত্র।

Follow Us

হুগলি: বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলির চাঁপদানি এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার রাত ন’টা নাগাদ পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রশান্ত রায় নামে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি এসে লাগে তাঁর ডান হাতে। এই ঘটনায় বিজেপি ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপি সূত্রে খবর, এদিন রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রশান্ত রায় নামে ওই বিজেপি কর্মীর বুক লক্ষ করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে দ্রুত নিজেকে সরিয়ে নেওয়ায় গুলি লাগে তাঁর ডান হাতে। আহত কর্মীকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে ভর্তি করেন বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কারণ, কিছুদিন আগে চাঁপদানি পৌরসভা দুর্নীতি নিয়ে আন্দোলন করেছিলেন প্রশান্ত।

আদালতে এ নিয়ে একটি মামলাও করেছিলেন প্রশান্ত রায়। তারপরেই এই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। বিজেপির দাবি, এই কারণেই তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়েছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি ব্যক্তিগত আক্রোশের কারণেই এই ঘটনা ঘটতে পারে। পুলিশ তদন্ত করলেও প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখতে যান এসিপি চন্দননগর পলাশ ঢালী। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Next Article